huatong
huatong
tanmay-kar-kada-dili-sada-kapore-cover-image

Kada Dili Sada Kapore

Tanmay Karhuatong
Rana_E_R_S..huatong
الكلمات
التسجيلات
ঝিঙ্গা ফুলের সাঁঝেতে পেয়ে পথের মাঝেতে

ঝিঙ্গা ফুলের সাঁঝেতে পেয়ে পথের মাঝেতে

কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

এখন হামার হবে কি,

গাঁইয়ের লোকে কবে কি ?

এখন হামার হবে কি,

গাঁইয়ের লোকে কবে কি ?

বিনি দোষে ফেললি ফাঁপরে

কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে ?

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

মুখ মুছে তুই ঘর যাবি ওরে সিয়ানা

মুখ মুছে তুই ঘর যাবি ওরে সিয়ানা

আমি কুথা কাদা ধুব দেখিনে দে না

ও তু দেখিনে দে না

মুখ মুছে তুই ঘর যাবি ওরে সিয়ানা

আমি কুথা কাদা ধুব দেখিনে দে না

ও তু দেখিনে দে না

কলসি দড়ি গলায় বেঁধে,

আবার কলসি দড়ি গলায় বেঁধে

মরবো ডুবে কোন পুকুরে ..

কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে ?

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

মাথার উপর ধম্ম আছে ওরে সিয়ানা

মাথার উপর ধম্ম আছে ওরে সিয়ানা

লুকিন কথা পরানডারে, কুয়ে দে না

ও তুই কুয়ে দে না

মাথার উপর ধম্ম আছে ওরে সিয়ানা

লুকিন কথা পরানডারে, কুয়ে দে না

ও তুই কুয়ে দে না

তুকে লিয়ে যাবো আমি,

তুকে লিয়ে যাবো আমি,

ঘুচে যাবে হামার সরম রে

কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে ?

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

==ধন্যবাদ==

المزيد من Tanmay Kar

عرض الجميعlogo

قد يعجبك