huatong
huatong
avatar

ঘুমাও তুমি ঘুমাওগো জান ঘুমাও আমার কোলে,

Tanveer Evanhuatong
mother_younghuatong
الكلمات
التسجيلات
ঘুমাও তুমি ঘুমাও হুম উম উম উম উম

ঘুমাও তুমি ঘুমাওগো জান

ঘুমাও আমার কোলে,

ভালবাসার নাও ভাসাবো

ভালবাসি বলে

ঘুমাও তুমি ঘুমাও গো জান

ঘুমাও আমার কোলে,

ভালবাসার নাও ভাসাবো

ভালবাসি বলে।

তোমার চুলে হাত বুলাবো

পূর্ণ চাঁদের তলে,

কৃষ্ণচূড়া মুখে তোমার

জোসনা পড়ুক গলে।

ঘুমাও তুমি ঘুমাও গো জান

ঘুমাও আমার কোলে,

ভালবাসার নাও ভাসাবো

ভালবাসি বলে।।

ট্র‍্যাক ক্রিয়েশন এন্ড আপলোড :-

সবুজ মনের মিউজিক লাইব্রেরী...

অনুরোধ ও সহযোগিতায় :- দিলরুবা

আজকে জড়ায় ধরবে তোমার

মনকে আমার মন,

গাইবে পাখি গাইবে জোনাক

গাছ গাছালি বন।

আজকে জড়ায় ধরবে তোমার

মনকে আমার মন,

গাইবে পাখি গাইবে জোনাক

গাছ গাছালি বন।

এত ভালোবাসা গো জান

রাখি এ আঁচলে,

দোলাও তুমি দুলি আমি

জগত বাড়ি দোলে।

ঘুমাও তুমি ঘুমাও গো জান,

ঘুমাও আমার কোলে,

ভালবাসার নাও ভাসাবো

ভালবাসি বলে

ভালবাসি বলে

ভালবাসি বলে

المزيد من Tanveer Evan

عرض الجميعlogo

قد يعجبك