huatong
huatong
avatar

avijog

Tanveer Evanhuatong
sm_robihuatong
الكلمات
التسجيلات
হা হা হা হা হা হা হা

আমার সকল অভিযোগে তুমি

তোমার মিষ্টি হাসিটা কি আমি;

আমার না বলা কথার ভাজে

তোমার গানের কত সুর ভাসে;

তোমায় নিয়ে আমার লেখা গানে

অযথা কত সপ্ন বোনা আছে;

আমার হাতের আংগুলের ভাজে

তোমাকে নিয়ে কত কাব্য রটে।।

ধুলিভুত আমি, তোমার মুখে হাসি

আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি;

আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে

তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে;

হে হে হে হে, এই পৃথিবীতে

তোমার পথে পা মিলিয়ে চলা

তোমার হাতটি ধরে বসে থাকা

আমার আকাশে তোমার নামটি লেখা

সাদার আকাশে কালো আবছা বোনা

তোমায় নিয়ে আমার লিখা গানে, অযথা কত স্বপ্ন বোনা আছে

আমার হাতের আংগুলের ভাজে, তোমাকে নিয়ে কত কাব্য রটে।।

ভুলিনিতো আমি, তোমার মুখে হাসি

আমার গাওয়া গানে, তোমাকে ভালোবাসি

আসি তোমার কাছে, হাতটা ধরে পাশে

আমায় নিয়ে চলো তোমার পৃথিবীতে।।

ভুলিনিতো আমি, তোমার মুখে হাসি

আমার গাওয়া গানে, তোমাকে ভালোবাসি

আসো আবারো কাছে, হাতটা ধরে পাশে

তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে

হে হে হে হে, এই পৃথিবীতে।

المزيد من Tanveer Evan

عرض الجميعlogo

قد يعجبك