huatong
huatong
avatar

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

Tasrif Khanhuatong
poalerohuatong
الكلمات
التسجيلات
টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সই এই জ্বালা আর সহেনা

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সই এই জ্বালা আর সহেনা…

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

আমার এই মাথারি কে….শ

তোর নাকি লেগেছে বে…শ

আমার দুই চোখের কাজ….ল

করেছে তোরে পাগ…ল

আমার এই মাথারি কে….শ

তোর নাকি লেগেছে বে…শ

আমার দুই চোখের কাজ….ল

করেছে তোরে পাগ…ল

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সই এই জ্বালা আর সহেনা

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সই এই জ্বালা আর সহেনা..

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

যদি যাই তোরে ছাইরা….

তুই নাকি যাবি মইরা…

আমারে না দেখিলে…

হইবি তুই পাগলপারা….

যদি যাই তোরে ছাইরা….

তুই নাকি যাবি মইরা…

আমারে না দেখিলে…

হইবি তুই পাগলপারা….

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সই এই জ্বালা আর সহেনা

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সই এই জ্বালা আর সহেনা…

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

المزيد من Tasrif Khan

عرض الجميعlogo

قد يعجبك