huatong
huatong
tausif-ek-poloke-cover-image

Ek Poloke

Tausifhuatong
patrickingtrohuatong
الكلمات
التسجيلات
এক পলকেই ভালবেসে ফেলেছি তোকে

এক পলকেই ভালবেসে ফেলেছি তোকে

লুকোবে কোথায় বলো আমাকে ছেরে

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

দেখা দেবে কি বলো দেখা দেবে কি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

নির্ঘুম রাত কাটে চাঁদেরও সাথে

তোকে ভেবে মরি ওই তারারাও জানে

স্বপ্ন কতো দেখি একা বসে থেকে

পলক তো পরে না তোর মিষ্টি হাসিতে

দেখা দেবে কি বলো দেখা দেবে কি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

মনে পরে গেলে তোর চোখেরও ভাষা

অবেলা তীব্র রোদে একটু খানি ছায়া

না বলা আমার যতো জমানো কথা

আকাশে চেয়ে দেখো মেঘে আছে আঁকা

দেখা দেবে কি বলো দেখা দেবে কি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

এক পলকেই ভালবেসে ফেলেছি তোকে

লুকোবে কোথায় বলো আমাকে ছেরে

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সেখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সেখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

সখি তোরে গোপনে ভালবেসে যাই আমি

المزيد من Tausif

عرض الجميعlogo

قد يعجبك