huatong
huatong
avatar

Pal Tule De

The Folk Diaryzhuatong
soank77huatong
الكلمات
التسجيلات
ও দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

পাল তুলে দে, মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা

একবার ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

পাল তুলে দে, মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা

একবার ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা

দুনিয়ায় নবী আইলো মা আমিনার ঘরে

হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে

দুনিয়ায় নবী আইলো মা আমিনার ঘরে

হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে

ও দয়াল মুরশিদ যার সখা, তার কিসের ভাবনা?

মুরশিদ যার সখা, তার কিসের ভাবনা?

হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা

আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা

ও দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

পাল তুলে দে, মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা

একবার ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা

ও নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে

সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে

ও নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে

সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে

ও দয়াল মুরশিদ যার সখা, তার কিসের ভাবনা?

মুরশিদ যার সখা, তার কিসের ভাবনা?

হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা

আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

পাল তুলে দে, মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা

একবার ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা

ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা

একবার ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা

المزيد من The Folk Diaryz

عرض الجميعlogo

قد يعجبك