huatong
huatong
avatar

Toke Chai (From "Teko")

Timir Biswas/Savvyhuatong
rjrogan21huatong
الكلمات
التسجيلات
খামখেয়ালি চিন্তারা

তোর নেশাতে দেয় সাড়া

বেহিসাবি মন মেজাজে

তোর খেয়ালে পথ হারাই

একমুঠো আবিরের লালে

হৃদয়ের লুটতরাজ

উড়তে চায় তোকে পেলে সে

আদরেরই পক্ষীরাজ

রাঙা পলাশে যদি ডাক আসে

তোর আকাশে ভেসে যাই

আলো-আঁধারে, নীল পাহাড়ে

পাতাবাহারে তোকে চাই, তোকে চাই

এক পলকে সব হারিয়ে যাবে

তোর নোলোকে চোখ জুড়িয়ে যাবে

অন্য মনে ওড়না উড়ে যাবে তোর

স্কুল পালানো গল্পগুলো তোরই

খুনসুটিতে হাসবে ইচ্ছেতরী

কোলকাতাতে নামবে জাদুকরী ভোর

একফালি রোদ্দুরের রঙে

আহ্লাদের কারুকাজ

আসমানী পশমের সুতো

দু'চোখ মেলেছে স্বপ্নে আজ

এলোমেলো দিন, ঠিকানাহীন

তোর গন্ধে লীন হয়ে যাই

আলো-আঁধারে, নীল পাহাড়ে

পাতাবাহারে তোকে চাই, তোকে চাই

المزيد من Timir Biswas/Savvy

عرض الجميعlogo

قد يعجبك