huatong
huatong
timir-biswas-bandhobimon-cover-image

Bandhobimon

Timir Biswashuatong
raji.mangathuatong
الكلمات
التسجيلات
ছলছাতুরির হাওয়ায় তখন ঝরছে পাতা

পাশাপাশি হাঁটছি দু'জন ক্লান্তি নিয়ে

সন্ধ্যেবেলার আকাশ যখন গানের খাতা

মেঘের read-এ হারমোনিয়াম দাও শিখিয়ে

মেঘের read-এ হারমোনিয়াম দাও শিখিয়ে

ছলছাতুরির হাওয়ায় তখন ঝরছে পাতা

পাশাপাশি হাঁটছি দু'জন ক্লান্তি নিয়ে

সন্ধ্যেবেলার আকাশ যখন গানের খাতা

আমায় মেঘের read-এ হারমোনিয়াম দাও শিখিয়ে

মেঘের read-এ হারমোনিয়াম দাও শিখিয়ে

এই শহরে বৃষ্টি আসে জলের দ্বারে

এক মুহূর্তে দেয় ভিজিয়ে চোখের বালি

উল্টো ছাতা সামলে রাখার কি ঝামেলা

ভালোবাসার গান ধরেছে গুলাম আলি

ভালোবাসার গান ধরেছে গুলাম আলি

বৃষ্টি ভেজার জন্য আর নেই পরোয়া

জল পিয়ানোর symphony-তে আঙুল রাখে

ঝগড়া-ঝাঁটির হাল্কা আঁচে উঠছে ধোঁয়া

আমার ব্যর্থ প্রেমের দিব্যি দিলাম কোলকাতাকে

ব্যর্থ প্রেমের দিব্যি দিলাম কোলকাতাকে

ঝুটঝামেলার মধ্যে আবার আদিখ্যেতা

দাঁড়িয়ে আছি তলিয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে

বান্ধবী মন তোমায় দিলাম উল্টো ছাতা

আমায় মেঘের read-এ হারমোনিয়াম দাও শিখিয়ে

মেঘের read-এ হারমোনিয়াম দাও শিখিয়ে

এই শহরে বৃষ্টি আসে জলের দ্বারে

এক মুহূর্তে দেয় ভিজিয়ে চোখের বালি

উল্টো ছাতা সামলে রাখার কি ঝামেলা

ভালোবাসার গান ধরেছে গুলাম আলি

ভালোবাসার গান ধরেছে গুলাম আলি

ভালোবাসার গান ধরেছে গুলাম আলি

ভালোবাসার গান ধরেছে গুলাম আলি

المزيد من Timir Biswas

عرض الجميعlogo

قد يعجبك