logo

Baba rap song tipu

logo
الكلمات
একবার এই কথাটা বল

আজ কত গুলা দিন

বাবা বইলা হয়না ডাকা

কি দরকার ছিল

আমারে তোমার থেইকা দূরে রাখা?

আত্যবিশ্বাস তুমি

বাবা তুমিই তো নাই

এখন জীবন চলার পথে

প্রতিদিনই হোচট খাই

তুমি অনেক দূরে ভাইবা

চোখে পানি আসলেও লুকাই

মা এর মুখে হাসি দেখতে

আমি নিজেরই তো বুঝাই

আর বাবা কি জিনিস

বাবা না থাকলে যায় বুঝা

তখন ভুল শুধরানোর জন্য

বাবা রে এইদিক ওইদিক খোজা

এখন কেউ বলে না সোনা মানিক

আমার বুকে আয় তো

আমারে বলবই বা কেরা

আমারে বলার মানুষ নাই তো

বাবা….

Baba rap song tipu لـ Tipu - الكلمات والمقاطع