huatong
huatong
tk-rasel-onek-sadhonar-pore-ami-cover-image

Onek sadhonar pore Ami

Tk Raselhuatong
⚜𝑴𝒅⚜𝑹𝒂𝒔𝒆𝒍⚛𝑹⚛𝑴⚛𝑾⚜huatong
الكلمات
التسجيلات
অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভূবনে

আমার আপনজন

তুমি বুকে টেনে

নাও না প্রিয় আমাকে

আমি ভালোবাসি, ভালোবাসি

ভালোবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভূবনে

আমার আপনজন

বিধাতা আমাকে তোমার জন্যে

গড়েছে আপন হাতে

জীবনে-মরণে আঁধারে-আলোতে

থাকবো তোমার সাথে

তুমি বুকে টেনে

নাও না প্রিয় আমাকে

আমি ভালোবাসি, ভালোবাসি

ভালোবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভূবনে

আমার আপনজন

যাবে না কখনও ফুরিয়ে যাবে না

আমার ভালোবাসা

তোমাকে পেয়েছি, পেয়েছি আবারো

বাঁচার নতুন আশা

যাবে না কখনও ফুরিয়ে যাবে না

আমার ভালোবাসা

তোমাকে পেয়েছি, পেয়েছি আবারো

বাঁচার নতুন আশা

তুমি বুকে টেনে

নাও না প্রিয় আমাকে

আমি ভালোবাসি, ভালোবাসি

ভালোবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভূবনে

আমার আপনজন

তুমি বুকে টেনে

নাও না প্রিয় আমাকে

আমি ভালোবাসি, ভালোবাসি

ভালোবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুঁজে এ ভূবনে

আমার আপনজন

المزيد من Tk Rasel

عرض الجميعlogo

قد يعجبك