huatong
huatong
avatar

dome jibon dome moron

Topon Choudhuryhuatong
pallettebowleshuatong
الكلمات
التسجيلات

দমে জীবন দমে মরণ

দমে জীবন দমে মরণ

শুধুই দমের খেলা

জগতের এই জেল হাজতে

ক্যানে ফাটক দিলা

জগতের এই জেল হাজতে

ক্যানে ফাটক দিলা

দমে জীবন দমে মরণ

দমে জীবন দমে মরণ

শুধুই দমের খেলা

জগতের এই জ্যাল হাজতে

ক্যানে ফাটক দিলা

জগতের এই জ্যাল হাজতে

ক্যানে ফাটক দিলা

কেবা পিতা কেবা মাতা

কেবা আপনজন

আপন গুণে সবাই চলে

রঙ্গিলা ভুবন

কেবা পিতা কেবা মাতা

কেবা আপনজন

আপন গুণে সবাই চলে

রঙ্গিলা ভুবন

না কাদিঁলে দুধ দেয় না রে

না কাদিঁলে দুধ দেয় না রে

সন্তানের মায়

মিছা আশা ভালোবাসা

কাইন্দা জনম যায়

দমে জীবন দমে মরণ

দমে জীবন দমে মরণ

শুধুই দমের খেলা

জগতের এই জ্যাল হাজতে

ক্যানে ফাটক দিলা

জগতের এই জ্যাল হাজতে

ক্যানে ফাটক দিলা

পঙ্খী বাঁন্ধে গাছে বাসা

জঙ্গলে হরিণ

মানুষ বাঁধে মাটির উপর

সংসার ..রঙ্গীন

পঙ্খী বাঁন্ধে গাছে বাসা

জঙ্গলে হরিণ

মানুষ বাঁধে মাটির উপর

সংসার.. রঙ্গীন

মাটির মানুষ মাটি নিয়া

কামড়াকামড়ি করে

পরের ঘরে আগুণ দিতে

লাগায় নিজের ঘরে

মাটির মানুষ মাটি নিয়া

কামড়াকামড়ি করে

পরের ঘরে আগুণ দিতে

লাগায় নিজের ঘরে

পঙ্খী পলায় হরিণ পলায়

পঙ্খী পলায় হরিণ পলায়

মানুষে মানুষ মারে

ভুইলা গেছে মরণ শ্যাষে

যাইবো মাটির ঘরে

দমে জীবন দমে মরণ

দমে জীবন দমে মরণ

শুধুই দমের খেলা

জগতের এই জ্যাল হাজতে

ক্যানে ফাটক দিলা

দমে জীবন দমে মরণ

শুধুই দমের খেলা

জগতের এই জ্যাল হাজতে

ক্যানে ফাটক দিলা

المزيد من Topon Choudhury

عرض الجميعlogo

قد يعجبك