huatong
huatong
avatar

Kalachan - Remix

Tosiba/DJ Beehuatong
palmcoast15huatong
الكلمات
التسجيلات
আদর কইরা ডাকমু জান

কাছে একটু আইয়া জান

মনের কথা হুইনা জান

কি যাদুতে মারছেন আমায় বান

আদর কইরা ডাকমু জান

কাছে একটু আইয়া জান

মনের কথা হুইনা জান

কি যাদুতে মারছেন আমায় বান

কি যাদুতে মারছেন আমায় বান

হাতটা ধরেন না, ভাব নিয়েন না

কেনো চোখের ভাষা বুঝেন না?

জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না

মইরা গেলে আমায় খুইজা পাইবেন না

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

আগা-গোড়া মেকাপ কইরা

দেখাও তুমি ডং

তোমার পান তুমি খাও

ঠোটে লাগাও রং

এই তুমি অনেক crazy

তোমার নাটক বুঝি

আয় তি-তি তিতি কইরা

ময়না পাখি খুজি

মন আমার বোকা-সোকা

পোলা বোকা না

এই আমি শুধু খাই সেন্টি

বাবু খোকা না

তোমার মনের বেপার-সেপার

কাটলো প্রেমের খাল

শাড়ি পইরা টিপ মাইরা

ঠোঁট করিলা লাল

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ডুব না দিলে প্রেমের জলে

জীবন যাবে হায় বিফলে

আইসো আমার মন মহলে

ডুব না দিলে প্রেমের জলে

জীবন যাবে হায় বিফলে

আইসো আমার মন মহলে

ভাসাইবো আদরের সাম্পান

খাওয়াই যাওনা রসের ভরা পান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

المزيد من Tosiba/DJ Bee

عرض الجميعlogo

قد يعجبك