huatong
huatong
avatar

Tumi Nabo Nabo Rupe Eso Prane

Trissha Chatterjeehuatong
sabbathgurl32huatong
الكلمات
التسجيلات
তুমি নব নব রূপে এসো প্রাণে

তুমি নব নব রূপে এসো প্রাণে

এসো গন্ধে বরনে, এসো গানে

এসো গন্ধে বরনে, গানে

তুমি নব নব রূপে এসো প্রাণে

এসো অঙ্গে পুলকময় পরশে

এসো চিত্তে সুধাময় হরষে

এসো অঙ্গে পুলকময় পরশে

এসো চিত্তে সুধাময় হরষে

এসো মুগ্ধ মুদিত দু নয়ানে

এসো গন্ধে বরনে, গানে

তুমি নব নব রূপে এসো প্রাণে

এসো নির্মল উজ্জ্বল কান্ত

এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত

এসো এসো হে বিচিত্র বিধানে

এসো দুঃখে সুখে, এসো মর্মে

এসো নিত্য নিত্য সব কর্মে

এসো দুঃখে সুখে, এসো মর্মে

এসো নিত্য নিত্য সব কর্মে

এসো সকল কর্ম অবসানে

এসো গন্ধে বরনে, গানে

তুমি নব নব রূপে এসো প্রাণে

এসো গন্ধে বরনে, এসো গানে

এসো গন্ধে বরনে, গানে

তুমি নব নব রূপে এসো প্রাণে

তুমি নব নব রূপে এসো প্রাণে

المزيد من Trissha Chatterjee

عرض الجميعlogo

قد يعجبك