logo

Chole Aso Aj Ai Rate

logo
الكلمات
চলে এসো আজ এ রাতে

চলে এসো আমার সাথে, প্রিয়তমা।

তোমার দুচোখ যতদূর

যাব আমি ততদুর প্রিয়তমা।

আজ যেন ভেসে যাই

তুলো মেঘের ধার ঘেঁসে,

তোমার কথা তোমায়

বলছি শোনো তুমি!

চলে এসো আজ একবার

চলো মরে যাই বারবার, প্রিয়তমা।

ডেকে ডেকে শব্দহীন

ছুঁয়ে দেখো এ মন গহীন

এ ঘোর যেন কাটেনা, প্রিয়তমা।

ডেকে ডেকে শব্দহীন

ছুঁয়ে দেখো এ মন গহীন

এ ঘোর যেন কাটেনা, প্রিয়তমা।

শরীর মনের আড়ালে

তুমি আছ শুধু তুমি,

তুমি এসো আমার কাছে

এ গিটারে তুমি বাজে।

ভালোবাসো তুমি আমায়

তুমি ছাড়া অসহায়, প্রিয়তমা।

এ গানেরই পথ ঘুরছে

এলোমেলো তোমায় খুঁজছে,

এ সুর তোমার চারিদিক, প্রিয়তমা।

এ গানেরই পথ ঘুরছে

এলোমেলো তোমায় খুঁজছে,

এ সুর তোমার চারিদিক, প্রিয়তমা।

বইছে জীবন বেঁচে নাও,

বেঁচে নিতে দাও আমায়

তোমার এ মন ছায়ায় প্রিয়তমা।

চলে এসো আজ এ রাতে

চলে এসো আমার সাথে, প্রিয়তমা

আজ যেন ভেসে যাই

তুলো মেঘের ধার ঘেঁসে,

তোমার কথা তোমায়

বলছি শোনো তুমি।

চলে এসো আজ এ রাতে

চলে এসো আমার সাথে, প্রিয়তমা

প্রিয়তমা ...

Chole Aso Aj Ai Rate لـ Uday - الكلمات والمقاطع