huatong
huatong
avatar

Bhindeshi Tara Dekhechhi Rupsagore

Upal/Somlata Acharyya Chowdhuryhuatong
mxm1972huatong
الكلمات
التسجيلات
আমার ভিনদেশি তারা

একা রাতেরই আকাশে

তুমি বাজালে একতারা

আমার চিলেকোঠার পাশে

ঠিক সন্ধ্যে নামার মুখে

তোমার নাম ধরে কেউ ডাকে

মুখ লুকিয়ে কার বুকে

তোমার গল্প বলো কাকে?

আমার রাতজাগা তারা

তোমার অন্য পাড়ায় বাড়ি

আমার ভয় পাওয়া চেহারা

আমি আদতে আনাড়ি

আমার আকাশ দেখা ঘুড়ি

কিছু মিথ্যে বাহাদুরি

আমার চোখ বেঁধে দাও আলো

দাও শান্ত শীতল পাটি

তুমি মায়ের মতোই ভালো

আমি একলাটি পথ হাঁটি

তারে ধরি ধরি মনে করি

ধরতে গেলেম, আর পেলেম না

ধরি ধরি মনে করি

ধরতে গেলেম, আর পেলেম না

দেখেছি

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

মরমে জ্বলছে আগুন, আর নিভে না

আমায় বলে বলুক লোকে মন্দ

বিরহে তার প্রাণ বাঁচে না

বলে বলুক লোকে মন্দ

বিরহে তার প্রাণ বাঁচে না

দেখেছি

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা (আমার ভিনদেশি তারা)

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা (আমার রাতজাগা তারা)

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা (আমার বিচ্ছিরি এক তারা)

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা (আমার রাতজাগা তারা)

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা (আমার ভিনদেশি তারা)

المزيد من Upal/Somlata Acharyya Chowdhury

عرض الجميعlogo

قد يعجبك

Bhindeshi Tara Dekhechhi Rupsagore لـ Upal/Somlata Acharyya Chowdhury - الكلمات والمقاطع