huatong
huatong
avatar

Valobashi Ami Tomake Tumi Bujhle Na(By Alamgir)

USHNOTA.huatong
Be💪stronghuatong
الكلمات
التسجيلات
💔😏💔I Hate ❤️🤨💔😏💔

ভালোবাসি আমি তোমাকে, তুমি বুঝলে না

হৃদয়ের কথা কখনও, তুমি জানলে না

ভালোবাসি আমি তোমাকে, তুমি বুঝলে না

হৃদয়ের কথা কখনও, তুমি জানলে না

কিভাবে বেঁচে আছি, চেয়ে দেখলে না

একাকি জীবন আমার, শুধুই ছলনা

ভালোবাসি আমি তোমাকে, তুমি বুঝলে না

হৃদয়ের কথা কখনও, তুমি জানলে না

স্বপ্ন দেখাটা ভুল ছিলো

হৃদয়ে লেখা নাম মুছে গেলো

পড়ে থাকা সব স্মৃতিগুলো

জীবন করে দেয় এলোমেলো

স্বপ্ন দেখাটা ভুল ছিলো

হৃদয়ে লেখা নাম মুছে গেলো

পড়ে থাকা সব স্মৃতিগুলো

জীবন করে দেয় এলোমেলো

যত দূরে থাকো অজানায়

ভুলতে তোমাকে পারবো না

ভালোবাসি আমি তোমাকে, তুমি বুঝলে না

হৃদয়ের কথা কখনও, তুমি জানলে না

সন্ধ্যা তারা জ্বলে আকাশেতে

বিরহ দ্বীপ জ্বলে হৃদয়েতে

কষ্টের জলে ভাসে সুখগুলো

বালুচরের ঘর ভেসে গেলো

সন্ধ্যা তারা জ্বলে আকাশেতে

বিরহ দ্বীপ জ্বলে হৃদয়েতে

কষ্টের জলে ভাসে সুখগুলো

বালুচরের ঘর ভেসে গেলো

পাথর কাঁদে কেউ দেখেনা

সাগর কাঁদে তবু অচেনা

ভালোবাসি আমি তোমাকে, তুমি বুঝলে না

হৃদয়ের কথা কখনও, তুমি জানলে না

ভালোবাসি আমি তোমাকে, তুমি বুঝলে না

হৃদয়ের কথা কখনও, তুমি জানলে না

কিভাবে বেঁচে আছি, চেয়ে দেখলে না

একাকি জীবন আমার, শুধুই ছলনা

ভালোবাসি আমি তোমাকে, তুমি বুঝলে না

হৃদয়ের কথা কখনও, তুমি জানলে না

☹️☹️❤️😕😕💔😌💔😕😕❤️☹️☹️

🥁Singing By🥁Rockstar🌟Alamgir

🧭Track arranged & uploaded by🧭

⚡USHNOTA⚡

المزيد من USHNOTA.

عرض الجميعlogo

قد يعجبك