huatong
huatong
avatar

Jadu Jadu Akhi

UZZALhuatong
🕊️💝UZZAL💝🅂🄷🄾🄿🄽🄾💝huatong
الكلمات
التسجيلات
যাদু যাদু আখিঁ যেন মায়াজাল

ভেজা ভেজা ঐ ঠোঁট নেশায় লালে লাল

আধাঁর রাতের কালো তোমার মাথার চুল

হাসি যেন তোমার সদ্যো ফোঁটা ফুল

তুমি কি দারুন দেখতে যানো কি, তা

খুব যতনে গড়েছে তোমায় ঐ বিধাতা

খুব যতনে গড়েছে তোমায় ঐ বিধাতা

স্বপ্ন ফ্যামিলির সাথে থাকুন

তোমার এ রুপ দেখে চাঁদে গ্রহণ লাগে

শতো নারীর মনে যেন হিংসা জাগে

তুমি এখন থেকে ঘরে বন্দী থাকো

তোমায় পাহারা দিতে সাথে লোক রাখো

তুমি কি দারুন দেখতে জানো কি, তা

খুব যতনে গড়েছে তোমায় ঐ বিধাতা

খুব যতনে গড়েছে তোমায় ঐ বিধাতা

স্বপ্ন ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সবাইকে

তুমি যে পথ দিয়ে ওগো হেঁটে যাবে

সেই পথে তুমি লাখো মজনু পাবে

কেউ পাগল হবে কেউ মরবে জানি

কারো জলবে হ্নদয় ওগো রুপের রানী

তুমি কি দারুন দেখতে জানো কি, তা

খুব যতনে গড়েছে তোমায় ঐ বিধাতা

খুব যতনে গড়েছে তোমায় ঐ বিধাতা

যাদু যাদু আঁখি যেন মায়াজাল

ভেঁজা ভেঁজা ঐ ঠোঁট নেশায় লালে লাল

আধাঁর রাতের কালো তোমার মাথার চুল

হাসি যেন তোমার সদ্যো ফোঁটা ফুল

তুমি কি দারুন দেখতে জানো কি, তা

খুব যতনে গড়েছে তোমায় ঐ বিধাতা

খুব যতনে গড়েছে তোমায় ঐ বিধাতা

ধন্যবাদ

المزيد من UZZAL

عرض الجميعlogo

قد يعجبك