huatong
huatong
avatar

SEDINO CHILE TUMI AMARI

UZZALhuatong
0Song_lover0huatong
الكلمات
التسجيلات
সেদিনও ছিলে তুমি আমারই

আজ থেকে হয়ে গেলে পর

লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও

যেখানে সাজানো বাসর

সেদিনও ছিলে তুমি আমারই

আজ থেকে হয়ে গেলে পর

লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও

যেখানে সাজানো বাসর

সেদিনও ছিলে তুমি আমারই

আমরা গানের পাখি

আমরা গান প্রেমী

অবসরে গান করি

গানের মঞ্চকে আরও

সুন্দর রাখার চেষ্টা করি

চয়েসঃএম এম মাসুম

আপলোডঃএম এম ফেরদৌস

জীবন নাটকের

নায়িকা হয়ে চলে গেলে

ভালোবাসা শুধু

অভিনয় ছিল তাহলে

জীবন নাটকের

নায়িকা হয়ে চলে গেলে

ভালোবাসা শুধু

অভিনয় ছিল তাহলে

সেই সাজানো নাটকের নায়ক আমায়

বানালে কেন বলোনা

সেদিনও ছিলে তুমি আমারই

আরও সুন্দর মিউজিক পেতে

ফলো দিয়ে গানের পাখি

পরিবারের সাথেই থাকুন

উপভোগ করুন

নতুন নতুন মিউজিক

চয়েসঃএম এম মাসুম

আপলোডঃএম এম ফেরদৌস

তোমার আকাশে

আলোর মিছিলে ভরে আছে

আমার আকাশে আধারে ঢেকে গেছে

তোমার আকাশে

আলোর মিছিলে ভরে আছে

আমার আকাশে আধারে ঢেকে গেছে

সেই আধারে পথ খোজা পাখি আমায়

বানালে কেন বলোনা

সেদিনও ছিলে তুমি আমারই

আজ থেকে হয়ে গেলে পর

লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও

যেখানে সাজানো বাসর

সেদিনও ছিলে তুমি আমারই

আজ থেকে হয়ে গেলে পর

লাল শাড়ি পড়ে যাবে দূরে কোথাও

যেখানে সাজানো বাসর

সেদিনও ছিলে তুমি আমারই

المزيد من UZZAL

عرض الجميعlogo

قد يعجبك