huatong
huatong
avatar

অবাক ভালোবাসা(Obak valobasha)

Warfazehuatong
khanArnabhuatong
الكلمات
التسجيلات
সব আলো নিভে যাক আঁধারে

শুধু জেগে থাক ঐ দুরের তারারা

সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়

শুধু জেগে থাক এই সাগর আমার পাশে.....

আহা হা হা আহা হা…………….।।

সব বেদনা মুছে যাক স্থিরতায়

হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে

হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে

থমকে দাড়িয়েছে মহাকাল এখানে.....

আহা হা হা আহা হা…………….।।

শুভ্র বালুর সৈকতে

এলোমেলো বাতাসে গিটার হাতে

নিস্তব্ধতা চৌচির

উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না

যেন চুনি হিরা পান্না

সাগরের বুকে

আলপনা এঁকে দিয়ে যায়

অবাক ভালোবাসায় !

অবাক ভালোবাসায় !

সব আলো নিভে যাক আঁধারে

শুধু জেগে থাক ঐ দুরের তারারা

সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়

শুধু জেগে থাক এই সাগর আমার পাশে......

আহা হা হা আহা হা…………….।।

সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়

হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে

হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে

থমকে দাড়িয়েছে মহাকাল এখানে......

আহা হা হা আহা হা…………….।।

শুভ্র বালুর সৈকতে

এলোমেলো বাতাসে গিটার হাতে

নিস্তব্ধতা চৌচির

উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না

যেন চুনি হিরা পান্না

সাগরের বুকে

আলপনা এঁকে দিয়ে যায়

অবাক ভালোবাসায় !

অবাক ভালোবাসায় !

المزيد من Warfaze

عرض الجميعlogo

قد يعجبك