huatong
huatong
avatar

Sukhe Thako

Zafar Iqbalhuatong
spinner000huatong
الكلمات
التسجيلات
সুখে থাকো……….

ও আমার নন্দিনী

হয়ে কারো ঘরণী

জেনে রাখো

প্রাসাদেরও বন্দিনী

প্রেম কভু মরেনি

চলে গেছ………..

কিছুতো বলে যাওনি

পিছুতো ফিরে চাওনি

আমিও পিছু ডাকিনি

বাধা হয়ে বাধিনি

আমিও পিছু ডাকিনি

বাধা হয়ে বাধিনি

সুখে থাকো

ও আমার নন্দিনী

হয়ে কারো ঘরণী

জেনে রাখো

প্রাসাদেরও বন্দিনী

প্রেম কভু মরেনি

ভুলে গেছ

কখনো মনে করনি

দু’ফোঁটা জলও ফেলনি

আমিতো ভূলে থাকিনি

রাখী খুলে রাখিনি

আমিতো ভূলে থাকিনি

রাখী খুলে রাখিনি

সুখে থাকো

ও আমার নন্দিনী

হয়ে কারো ঘরণী

জেনে রাখো

প্রাসাদেরও বন্দিনী

প্রেম কভু মরেনি

ধন্যবাদ

المزيد من Zafar Iqbal

عرض الجميعlogo

قد يعجبك