huatong
huatong
avatar

Anek Kotha Chilo

Zubeen Garghuatong
•🌸ஜAB.Mamun🦋SMS.ஜ🌸•huatong
الكلمات
التسجيلات
অনেক তো কথা ছিল বলা হলো না

তোমার সাথে পথ চলা হলো না

হুম অনেক তো কথা ছিল বলা হলো না

তোমার সাথে পথ চলা হলো না

অনুভূতি গুলো আর ভাষা পেলো না

ভালো করে তোমায় আর জানা হলো না

হলো না....

অনেক তো কথা ছিল বলা হলো না

তোমার সাথে পথ চলা হলো না

ঝড়ো হাওয়ার মতো তুমি

কাছে আসলে আমাকে ভাসালে

কিছু সময় কেটে ছিল

স্বপ্নের মতো সহসাই গেলো চলে

অনুভূতি গুলো আর ভাষা পেলো না

ভালো করে তোমায় আর জানা হলো না

হলো না...

অনেক তো কথা ছিল বলা হলো না

তোমার সাথে পথ চলা হলো না

হুম হুম হুম হে হে হে

মুখ-মুখী বসে থেকেও

কথা থেমে যাই এমন যে কেন হয়

কিছু দূরেই বেঁকে যাবে দুজনের পথ

মনে তাই সংশয়

অনুভূতি গুলো আর ভাষা পেলো না

ভালো করে তোমায় আর জানা হলো না

হলো না....

অনেক তো কথা ছিল বলা হলো না

তোমার সাথে পথ চলা হলো না

হুম অনেক তো কথা ছিল বলা হলো না

তোমার সাথে পথ চলা হলো না

المزيد من Zubeen Garg

عرض الجميعlogo

قد يعجبك