menu-iconlogo
huatong
huatong
avatar

বলো গো বলো গো সখি _[আয়াত খাঁন]

[আয়াত খাঁন]huatong
➢‍Aყαƭ-ҡɦαɳ🔮🆁.🅽.🆂🦜huatong
লিরিক্স
রেকর্ডিং
বল গো বল গো সখি

কোন বা দেশে যাই কোন বা দেশে যাই

বল গো বল গো সখি

কোন বা দেশে যাই কোন বা দেশে যাই

এগো কোন বা দেশে গেলে

আমার প্রাণবন্ধুরে পাই

এগো কোন বা দেশে গেলে আমার

এগো কোন বা দেশে গেলে আমার

প্রাণবন্ধুরে পাই কোন বা দেশে যায়

বল গো বল গো সখি

কোন বা দেশে যাই কোন বা দেশে যাই

আপন জেনে প্রাণবন্ধুরে

হৃদরে দিলাম ঠাঁই

হৃদরে দিলাম ঠাঁই

আপন জেনে প্রাণবন্ধুরে

হৃদরে দিলাম ঠাই

হৃদরে দিলাম ঠাই

আমায় দিল আশা ভাঙ্গলো বাসা

আর প্রেমে কাজ নাই

আমায় দিল আশা ভাঙ্গলো বাসা

আমায় দিল আশা ভাঙ্গলো বাসা

আর প্রেমে কাজ নাই

কোন বা দেশে যাই

বল গো বল গো সখি

কোন বা দেশে যাই কোন বা দেশে যাই

সুচিত্র পালংকের মাঝে

শুইয়া নিদ্রায় যাই

শুইয়া নিদ্রায় যাই

সুচিত্র পালংকের মাঝে

শুইয়া নিদ্রায় যাই

শুইয়া নিদ্রায় যাই

এগো শুইলে স্বপনে দেখি

শ্যাম লইয়া বেড়াই

এগো শুইলে স্বপনে দেখি

এগো শুইলে স্বপনে দেখি

শ্যাম লইয়া বেড়াই

কোন বা দেশে যাই

বল গো বল গো সখি

কোন বা দেশে যাই কোন বা দেশে যাই

ভাইবে রাঁধা রমন বলে

শুনগো ধনী রাই

শুনগো ধনী রাই

ভাইবে রাঁধা রমন বলে

শুনগো ধনী রাই

শুনগো ধনী রাই

এগো পাইলে শ্যামের ধরমু গলে

ছাড়াছাড়ি নাই

এগো পাইলে শ্যামের ধরমু গলে

এগো পাইলে শ্যামের ধরমু গলে

ছাড়াছাড়ি নাই..

কোন বা দেশে যাই

বল গো বল গো সখি

কোন বা দেশে যাই কোন বা দেশে যাই

বল গো বল গো সখি

কোন বা দেশে যাই কোন বা দেশে যাই

[আয়াত খাঁন] থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে