menu-iconlogo
huatong
huatong
avatar

বুড়ি হইলাম তোর কারণে

[আয়াত খাঁন]huatong
➢‍Aყαƭ-ҡɦαɳ🔮🆁.🅽.🆂🦜huatong
লিরিক্স
রেকর্ডিং
কত কষ্ঠ কইরা আমি..

কামাই রোজগার করি আনি..

কত কষ্ঠ কইরা আমি..

কামাই রোজগার করি আনি..

তবু বুইড়ার মন পাইলাম নারে..

বুড়ি হইলাম তোর কারনে

পরানের বান্ধবরে.. বুড়ি হইলাম তোর কারনে.

পরানের বান্ধবরে,বান্ধব

বুড়ি হইলাম তোর কারনে...

কোঁদালে কাটিয়া মাটি...

হাতুর দিয়া পাথর ভাঙ্গি...

কোঁদালে কাটিয়া মাটি...

হাতুর দিয়া পাথর ভাঙ্গি...

মাথার ঘাম পায়ে ফেলি ,মাথার ঘাম পায়ে ফেলি

তবু দুঃখ গেলো না রে..

বুড়ি হইলাম তোর কারনে..

পরানের বান্ধবরে,বান্ধব

বুড়ি হইলাম তোর কারনে..

চা বাগানে,একলা জীবন...

মরমো ব্যথা,দেই,যে,কেবল..

চা বাগানে,একলা জীবন...

মরমো ব্যথা,দেই,যে,কেবল..

পিঠে রেখে বাঁশের ঝুড়ি

পিঠে রেখে বাঁশের ঝুড়ি

সবুজ চায়ের ভাঙি,কুড়িরে..

বুড়ি হইলাম তোর কারনে..

পরানের বান্ধবরে,বান্ধব

বুড়ি হইলাম তোর কারনে..

পরানের বান্ধবরে.. বুড়ি হইলাম তোর কারনে.

ভেবে সাধক,ওয়াহেদ বলে...

পাতার বাহার,দেখে দেখে..

ভেবে সাধক,ওয়াহেদ বলে...

পাতার বাহার,দেখে দেখে..

চরায় নলায়,গোসল করে,চরায় নলায়,গোসল করে

কত নারীর জীবন,গেলো রে...

বুড়ি হইলাম তোর কারনে..

পরানের বান্ধবরে...

বুড়ি হইলাম তোর কারনে..

পরানের বান্ধবরে..বান্ধব

বুড়ি হইলাম তোর কারনে.

পরানের বান্ধবরে..

বুড়ি হইলাম তোর কারনে.

পরানের বান্ধবরে..বান্ধব

বুড়ি হইলাম তোর কারনে

[আয়াত খাঁন] থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে