menu-iconlogo
huatong
huatong
avatar

সে তারা ভরা রাতে

আইয়ুব বাচ্চুhuatong
লিরিক্স
রেকর্ডিং
সেই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে...

তোমাকে..আমার মনের বেথ্যা...

তুমি তো বলেছো শুধু..তোমারী সুখেররী কথা

তুমি তো বলেছো শুধু..তোমারী সুখেররী কথা

সেই তারা ভরা রাতে...আমি পারিনি বোঝাতে...

তোমাকে..আমার মনের বেথ্যা...

আমি অনেক পথ ঘুরে খোয়ে খোয়ে অন্ধকারে..

তোমার পথের দেখাপেয়েছি...আর হৃদয়ের..মাঝে

তোমায় কাছে আমি চেয়েছি আজ হোলোনা..বলা

আ আ আমার না বলা কথা..

সেই তারা ভরা রাতে...আমি পারিনি বোঝাতে...

তোমাকে..আমার মনের বেথ্যা...

আমি অনেক বেথ্যা সয়ে,ছলো ছলো চোখের জলে

তোমার চলে যাওয়া দেখে ছি...

আর রাতেরও আধারে..মনের দুঃখে আমি কেঁদেছি

আজ হোলোনা বলা,আমার না বলা কথা...

সেই তারা ভরা রাতে...আমি পারিনি বোঝাতে...

তোমাকে..আমার মনের বেথ্যা...

তুমি তো বলেছো শুধু..তোমারী সুখেররী কথা

তুমি তো বলেছো শুধু..তোমারী সুখেররী কথা

সেই তারা ভরা রাতে...আমি পারিনি বোঝাতে...

তোমাকে..আমার মনের বেথ্যা...

আইয়ুব বাচ্চু থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে