menu-iconlogo
huatong
huatong
avatar

O PRIYOTOMA - AKASH-KHAN

আকাশ খানhuatong
🎸ᎪᏦᎪՏᎻ™ᏦᎻᎪΝ🎸ᏟᎷᏢ࿐huatong
লিরিক্স
রেকর্ডিং
=========================

=====AKASH-KHAN-CMP======

==========================

Classical Music Place Family

---------------------------

========NO=2395967========

========Movie Song=========

যত কথা রাখা ছিল এই বুকে জমা

যত কথা রাখা ছিল এই বুকে জমা,

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

আমার আকাশ নীলে তুমি যে নীলিমা

আমার আকাশ নীলে তুমি যে নীলিমা,

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

ও প্রিয়তমা, ও প্রিয়তমা,

ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।।

যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে

ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,

যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে

ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,

মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা

মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা,

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।।

চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে

অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,

চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে

অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,

তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা

তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা,

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।।

যত কথা রাখা ছিল এই বুকে জমা

যত কথা রাখা ছিল এই বুকে জমা,

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

ও প্রিয়তমা, ও প্রিয়তমা,

আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা।

ও প্রিয়তমা, ও প্রিয়তমা,

ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।।

=====AKASH-KHAN-CMP======

আকাশ খান থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

আকাশ খান-এর O PRIYOTOMA - AKASH-KHAN - লিরিক্স এবং কভার