menu-iconlogo
huatong
huatong
avatar

আপন মানুষ চেনা বড় দায়

আতঙ্কhuatong
লিরিক্স
রেকর্ডিং
Apon Manush Chena Boro Daay Song Lyrics In Bengali

=upload -boy=

(atanka_singer)

(Bangla -karaoke)

আপন মানুষ চিনা বড়ই দায়রে

আপন মানুষ বুঝা বড়ই দায়

আপন মানুষ চিনা বড়ই দায়রে

আপন মানুষ বুঝা বড়ই দায়।

চাইলে তারে যায় না ভুলা

বুকের ভিতর কষ্টের মেলা

চাইলে তারে যায় না ভুলা

বুকের ভিতর কষ্টের মেলা।

আপন মানুষ সবচেয়ে বেশি

আপনকে কাঁদায় আপনকে কাঁদায়

আপন মানুষ চিনা বড়ই দায়রে

আপন মানুষ বুঝা বড়ই দায়

আপন মানুষ চিনা বড়ই দায়রে

আপন মানুষ বুঝা বড়ই দায়।

=upload -boy=

(atanka_singer)

(Bangla -karaoke)

বাবুই পাখি ঘর বাধিলে হয় না

ঘরে ঠাই

ঝড় বাদলে কাটাইরে সেই

ঘরের দরজায়।

পারে না সে ছাড়তে মায়া

ছাড়ে না ঠিকানা

আমি হলাম পথের পথিক

পথেই ঠিকানা।

বাবুই পাখি ঘর বাধিলে হয় না

ঘরে ঠাই

ঝড় বাদলে কাটাইরে সেই

ঘরের দরজায়।

পারে না সে ছাড়তে মায়া

ছাড়ে না ঠিকানা

আমি হলাম পথের পথিক

পথেই ঠিকানা

সময় সুযোগ পেলে মানুষ

শুধুই বদলে যায় শুধুই বদলে যায়

আপন মানুষ চিনা বড়ই দায়রে

আপন মানুষ বুঝা বড়ই দায়

আপন মানুষ চিনা বড়ই দায়রে

আপন মানুষ বুঝা বড়ই দায়।

=upload -boy=

(atanka_singer)

(Bangla -karaoke)

স্বার্থ ছাড়া হয় না কেহ

কারোই আপন জন

সুখে থেকো ভালো থেকো

করবো না বারণ।

মন পিঞ্জরে কষ্ট জমা

সবাইকে বলতে মানা

আমি হলাম পথের পথিক

সবাই আমার চেনা।

স্বার্থ ছাড়া হয় না কেহ

কারোই আপন জন

সুখে থেকো ভালো থেকো

করবো না বারণ।

মন পিঞ্জরেই কষ্ট জমা

সবাইকে বলতে মানা

আমি হলাম পথের পথিক

সবাই আমার চেনা।

কারনে অকারনে মানুষ

সহজে বদলায় সহজে বদলায়

আপন মানুষ চিনা বড়ই দায়রে

আপন মানুষ বুঝা বড়ই দায়।

চাইলে তারে যায় না ভুলা

বুকের ভিতর কষ্টের মেলা

আপন মানুষ সবচেয়ে বেশি

আপনকে কাঁদায় আপনকে কাঁদায়।

আপন মানুষ চিনা বড়ই দায়রে

আপন মানুষ বুঝা বড়ই দায়

আপন মানুষ চিনা বড়ই দায়রে

আপন মানুষ বুঝা বড়ই দায়।

ধন্যবাদ

আতঙ্ক থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

আতঙ্ক-এর আপন মানুষ চেনা বড় দায় - লিরিক্স এবং কভার