<<আপলোড/রাসেল মাহমুদ>>>
<<<বগুড়া মিউজিক পয়েন্ট>>>
<<<চয়েস বাই//রাসেল
<<
> <<<62182763990>> (F) আমি লাখো জনম.... তোমাকে শুধুই ভালোবাসবো যুগে যুগে বারে বারে জনমো নিয়ে.. তোমারি কাছে আমি আসবো... (M)আমি লাখো জনম.... তোমাকে শুধুই ভালোবাসবো যুগে যুগে বারে বারে জনমো.. নিয়ে তোমারি কাছে আমি আসবো... (F) আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো.. <<অপেক্ষা করুন>> <<আপলোড/রাসেল মাহমুদ>>> <<<বগুড়া মিউজিক পয়েন্ট>>> <<<চয়েস বাই//রাসেল <<> <<<62182763990>> (F) এ বুকের নিঃশ্বাস তুমি যে আমার... <> এ বুকের নিঃশ্বাস তুমি যে আমার আজো আমি বেঁচে আছি তাই... (M) তোমাকে হারালে জানি আসবে মরণ জীবনে তোমাকে শুধু চাই (F) আমি লাখো জনম.. তোমাকে শুধুই ভালোবাসবো তুমি চাঁদ আমি আলো হয়ে চিরোকাল.. প্রেমেরি আকাশে মোরা ভাসবো.. (M) আমি লাখো জনম.. তোমাকে শুধুই ভালোবাসবো যুগে যুগে বারে বারে জনমো নিয়ে তোমারি কাছে আমি আসবো (F) আমি লাখো জনম.. তোমাকে শুধুই ভালোবাসবো <<<অপেক্ষা করুন>>> <<আপলোড/রাসেল মাহমুদ>>> <<<বগুড়া মিউজিক পয়েন্ট>>> <<<চয়েস বাই//রাসেল <<> <<<62182763990>> (F) এ চোখের দৃষ্টি হবে যে আধার <> এ চোখের দৃষ্টি হবে যে আধার চোখেরি সমূখে তুমি রও... (M) যতটা আপন হয়ে বুকে রয় প্রাণ তারো চেয়ে আপন তুমি হও... (F) আমি লাখো জনম.. তোমাকে শুধুই ভালোবাসবো এ প্রেমের শেষ নাই নাই কোনদিন... মরনের ও পর মোরা মিশবো (M) আমি লাখো জনম... তোমাকে শুধুই ভালোবাসবো যুগে যুগে বারে বারে জনমো নিয়ে তোমারি কাছে আমি আসবো (F) আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো (M) আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো <<ধন্যবাদ >>