menu-iconlogo
huatong
huatong
avatar

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে

আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলিhuatong
ʙᵈ᭄💠MdSohelRan💠🅿🆂🅵💦࿐huatong
লিরিক্স
রেকর্ডিং
গানঃ ঢাকা শহর আইসা আমার)

ছবিঃ অশিক্ষিত

এই মিউজিকে কন্ঠ দিয়েছেন

চঞ্চল চৌধুরী এবং শাওন

আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলি

চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফ্যামিলি ক্যাপ্টেন

মেয়েঃ ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে

ওরে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে,

আরে লাল লাল নীল নীল

লাল লাল নীল নীল,

বাতি দেইখ্যা নয়ন জুড়াইছে ..

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে

মনের আশা ফুরাইছে।।

মিউজিক ফলো করে গান করুন

চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ

আপলোডঃ সোহেল রানা পি এস এফ

ছেলেঃ তেল ছাড়া বাতি জ্বলে আজব এ শহরে

মাটি ফাইট্টা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে রে

ঝরঝরাইয়া পড়ে

মেয়েঃ গরু নাই রে, ঘোড়া নাই রে,

কি জানি কি দিয়া,

বড় বড় গাড়িগুলি চলে গড় গড়াইয়া রে,

গড় গড়াইয়া।

আরে সেই গাড়িতে চড়তে আমার

ছেলেঃ সেই গাড়িতে চড়তে আমার

ছেলে+মেয়েঃ ইচ্ছা হইতাছে।

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে

মনের আশা ফুরাইছে।।

মিউজিক

পি এস এফ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম

আপলোড সোহেল রানা

ছেলেঃরেশমি চুড়ি ঢাকাই শাড়ি

কিনা দিমু তোরে,

ঘর বানাইয়া থাকমু দুজন

সাত তালার উপরে রে,

ছেলে+মেয়েঃ সাত তালার উপরে।

মেয়েঃ তুই হইলি রে বড় সাহেব

আমি হইলাম বিবি,

মাঝে মধ্যে আমারে তুই

সিনেমা দেখাবি রে,

সিনেমা দেখাবি।

ছেলেঃআরে সিনেমারও কথা শুইনা

ছেলে+মেয়েঃ সিনেমারও কথা শুইনা

ফুর্তি লাগতাছে ..

ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে

মনের আশা ফুরাইছে,

মেয়েঃ আরে লাল লাল নীল নীল

লাল লাল নীল নীল,

বাতি দেইখ্যা নয়ন জুড়াইছে ..

ছেলে+মেয়েঃঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে

মনের আশা ফুরাইছে।।

ধন্যবাদ সবাইকে

আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলি থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে