আপলোড
বাই
নুর
মিউজিক পয়েন্ট
ছেলেঃজানি,তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করে ছিলে আমার সাথে
মেয়েঃজানি,তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে
জানি,তুমিও ঘুমাতে পারোনি..
আফলোড
বাই
নুর
মিউজিক পয়েন্ট
ছেলেঃএকটু সহজ হতে,ছিলনাতো দোষ
কি এমন দোষ হত করলে আপোষ
মেয়েঃএকটু সহজ হতে,ছিলনাতো দোষ
কি এমন দোষ হত করলে আপোষ
ছেলেঃযদি দু'জনে ভূলে যেতাম সব অভিমান
কি এমন ক্ষতি ছিল বল তাতে
মেয়েঃজানি,তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে
জানি,তুমিও ঘুমাতে পারোনি...
আপলোড
বাই
নুর মিউজিক পয়েন্ট
মেয়েঃএইতো সেদিন তুমি হাতে নিয়ে ফুল
বলেছিলে কোনদিন বোঝ নাগো ভূল
ছেলেঃএইতো সেদিন তুমি হাতে নিয়ে ফুল
বলেছিলে কোনদিন বোঝ নাগো ভূল
যদি দু'জনে ফিরে পেতাম সেই মধুক্ষন
কি এমন ক্ষতি ছিল বল তাতে
মেয়েঃজানি...তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করে ছিলে আমার সাথে
ছেলেঃজানি,তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করে ছিলে আমার সাথে
জানি,তুমিও ঘুমাতে পারোনি..
ধন্যবাদ সবাইকে।।।।
আবার দেখাঁ হবে নতুন কোনো গান
নিয়ে।!।।। সবাই ভালো থাকবেন
সুস্থ থাকবেন শুভ কামনা রইলো।।
Share