menu-iconlogo
huatong
huatong
avatar

কেমন আছো তুমি

আসিফhuatong
লিরিক্স
রেকর্ডিং
কেমন আছো তুমি

GSG

কেমন আছো তুমি, সুখী হতে পেরেছো কিনা

জানতে বড় স্বাদ হয়, আমাকে ভুলেছো কিনা

কেমন আছো তুমি, সুখী হতে পেরেছো কিনা

জানতে বড় স্বাদ হয়, আমাকে ভুলেছো কিনা

তুমি তো জানো না, প্রেম নয় ছলনা

প্রেমিকের মন ভেঙ্গে, মন পাওয়া যায় না

মন পাওয়া যায় না

Golden singers Group

হয়েছে হৃদয় মরুভূমি বালুচর

হয়েগেছি কষ্টে কাতর

কাঁদলেও চোখে আর জল আসেনা

চোখ দুটো করেছি পাথর

হয়েছে হৃদয় মরুভূমি বালুচর

হয়েগেছি কষ্টে কাতর

কাঁদলেও চোখে আর জল আসেনা

চোখ দুটো করেছি পাথর

তুমি তো জানো না, প্রেম নয় ছলনা

প্রেমিকের মন ভেঙ্গে, মন পাওয়া যায় না

GSG

নিজেকে করেছি উদাসী যাযাবর

ভেঙ্গে গেছে সুখের বাঁধা ঘর

দিয়েছো আঘাত খুব যত্ন করে

যে আঘাতে পুঁড়ে অন্তর

নিজেকে করেছি উদাসী যাযাবর

ভেঙ্গে গেছে সুখের বাঁধা ঘর

দিয়েছো আঘাত খুব যত্ন করে

যে আঘাতে পুঁড়ে অন্তর

তুমি তো জানো না, প্রেম নয় ছলনা

প্রেমিকের মন ভেঙ্গে, মন পাওয়া যায় না

কেমন আছো তুমি, সুখী হতে পেরেছো কিনা

জানতে বড় স্বাদ হয়, আমাকে ভুলেছো কিনা

তুমি তো জানো না, প্রেম নয় ছলনা

প্রেমিকের মন ভেঙ্গে, মন পাওয়া যায় না

মন পাওয়া যায় না

মন পাওয়া যায় না

মন পাওয়া যায় না

Thanks all

আসিফ থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

আসিফ-এর কেমন আছো তুমি - লিরিক্স এবং কভার