গান: দমে দমে চাইরে বন্ধু যারে বারোমাস
শিল্পী: ইমন খান
দমে দমে চাইরে বন্ধু যারে বারোমাস
যার বুকেতে ছিল আমার সর্গ সুখের বাস
দমে দমে চাইরে বন্ধু যারে বারোমাস
যার বুকেতে ছিল আমার সর্গ সুখের বাস
সেতো জীবনে আমার করলো সর্বনাশ
সেতো জীবনে আমার করলো সর্বনাশ
=====মিউজিক =====
তারে ছাড়া এক সেকেন্ড ও চলে না নিঃস্বাস
কত ভালো বাসি তারে করে নি বিশ্বাস
তারে ছাড়া এক সেকেন্ড ও চলে না নিঃস্বাস
কত ভালো বাসি তারে করে নি বিশ্বাস
তার মতো কেও করো না
তার মতো কেও করো না
মন ভাঙার ইতিহাস
সেতো জীবনে আমার করলো সর্বনাশ
সেতো জীবনে আমার করলো সর্বনাশ
দমে দমে চাইরে বন্ধু যারে বারোমাস
যার বুকেতে ছিল আমার সর্গ সুখের বাস
সেতো জীবনে আমার করলো সর্বনাশ
সেতো জীবনে আমার করলো সর্বনাশ
=====মিউজিক =====
ভালো বেসে কেও পায় জোছনা ভরা রাত
আমি ভালো বেসে পেলাম কাটারই আঘাত
ভালো বেসে কেও পায় জোছনা ভরা রাত
আমি ভালো বেসে পেলাম কাটারই আঘাত
একটু পরে সাজবে রে
একটু পরে সাজবে রে
নতুন বধুর সাজ
সেতো জীবনে আমার করলো সর্বনাশ
সেতো জীবনে আমার করলো সর্বনাশ
দমে দমে চাইরে বন্ধু যারে বারোমাস
যার বুকেতে ছিল আমার সর্গ সুখের বাস
দমে দমে চাইরে বন্ধু যারে বারোমাস
যার বুকেতে ছিল আমার সর্গ সুখের বাস
সেতো জীবনে আমার করলো সর্বনাশ
সেতো জীবনে আমার করলো সর্বনাশ