দুঃখ যদি বিক্রি হইতো
দুঃখ যদি বিক্রি হইতো আমি হইতাম ধনী,,,
আমার কাছে আছে শুধু দুঃখেরি খনি
হায়রে আমার কাছে আছে শুধু দুঃখেরি খনি
সুখ বুঝি মরে গেছে
সুখ বুঝি মরে গেছে জন্মেছি যখনই,,
দুঃখ যদি বিক্রি হইতো আমি হইতাম ধনী,,,
হায়রে আমার কাছে আছে শুধু দুঃখেরি খনি
-==আপলোডঃ মজিবুর==-
সামনে পিছে ডাইনে বামে যেদিকে তাকাই,,,
চোখে আমার পরে দুঃখ সুখের চিহ্ন নাই
==============
সামনে পিছে ডাইনে বামে যেদিকে তাকাই,,,
চোখে আমার পরে দুঃখ সুখের চিহ্ন নাই
দুঃখ ছাড়া কাটেনা তো
দুঃখ ছাড়া কাটেনা তো আমার দিন রজনী,,
দুঃখ যদি বিক্রি হইতো আমি হইতাম ধনী,,,
হায়রে আমার কাছে আছে শুধু দুঃখেরি খনি
-==আপলোডঃ মজিবুর==-
দুঃখ দিয়া সাজানো যে আমারি ঘরবাড়ি
এ জীবনে শেষ হবে না এত তাড়াতাড়ি
==============
দুঃখ দিয়া সাজানো যে আমারি ঘরবাড়ি
এ জীবনে শেষ হবে না এত তাড়াতাড়ি
দুঃখ আমার মানিক রতন
দুঃখ আমার মানিক রতন হিরা মুক্তা মনি,,
দুঃখ যদি বিক্রি হইতো আমি হইতাম ধনী,,,
হায়রে আমার কাছে আছে শুধু দুঃখেরি খনি
সুখ বুঝি মরে গেছে
সুখ বুঝি মরে গেছে জন্মেছি যখনই,,
দুঃখ যদি বিক্রি হইতো আমি হইতাম ধনী,,,
হায়রে আমার কাছে আছে শুধু দুঃখেরি খনি
====ধন্যবাদ====