menu-iconlogo
huatong
huatong
avatar

রুপা ভালো থাকিস

ইমন খানhuatong
🌀𝘿𝘼𝘿𝙐𝙑𝙃𝘼𝙄🌀B̷S̷M̷huatong
লিরিক্স
রেকর্ডিং
পছন্দ করেছেন- আল আমিন শেখ

আমার মরার খবর শুনবি যখন....

রুপা রে তুই কাদিস না তখন

আমায় সাদা কাফন পরাবে যখন...

রুপা রে তুই আসিস না তখন।

দোয়া করি জোড়া হাতে

রাত দুপুর আর প্রভাতে

তোর যেনো হয় না আমার মতন

রুপা, সুখে থাকিস সারাটা জীবন

ও তুই ভালো থাকিস সারাটা জীবন।

রুপা, সুখে থাকিস সারাটা জীবন

ও তুই ভালো থাকিস সারাটা জীবন।

আপলোড- দাদুভাই

পছন্দ করেছেন- আল আমিন শেখ

অনেক ভালো রাখবো রে তাই

ভালোবেসে ছিলাম

ভালো তুই ঠিকই আছিস

আমায় করে নিলাম

Music

ও ও ও অনেক ভালো রাখবো রে তাই

ভালোবেসে ছিলাম

ভালো তুই ঠিকই আছিস

আমায় করে নিলাম

দোয়া করি জোড়া হাতে

রাত দুপুর আর প্রভাতে

তোর যেনো হয় না আমার মতন

রুপা, সুখে থাকিস সারাটা জীবন

ও তুই ভালো থাকিস সারাটা জীবন।

রুপা, সুখে থাকিস সারাটা জীবন

ও তুই ভালো থাকিস সারাটা জীবন।

যার কাছে থাছিস রে তুই

নিজের খেয়াল রাখিস

চির তরে আমায় ভুইলা

অনেক ভালো থাকিস।

Music

যার কাছে থাছিস রে তুই

নিজের খেয়াল রাখিস

চির তরে আমায় ভুইলা

অনেক ভালো থাকিস।

দোয়া করি জোড়া হাতে

রাত দুপুর আর প্রভাতে

তোর যেনো হয় না আমার মতন

রুপা, সুখে থাকিস সারাটা জীবন

ও তুই ভালো থাকিস সারাটা জীবন।

রুপা, সুখে থাকিস সারাটা জীবন

ও তুই ভালো থাকিস সারাটা জীবন।

সমাপ্ত

ইমন খান থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে