গানঃ হাত ধরে নিয়ে চলো পথ চিনিনা
আপলোডঃ M I Khan Media
F-হাত ধরে নিয়ে চলো পথ চিনিনা,
পথ চিনিনা,
তুমি ছাড়া দু'নয়নে কিছু দেখিনা,
কিছু দেখিনা,
M-এইটুকু জীবনে,শয়নে স্বপনে
প্রেম ছাড়া কিছু বুঝিনা আ. আ. আ.
F-হাত ধরে নিয়ে চলো পথ চিনিনা,
পথ চিনিনা,
তুমি ছাড়া দু'নয়নে কিছু দেখিনা,
কিছু দেখিনা,...........
আপলোডঃOkul-Doriya
YT M I Khan Media
M-তুমি চেনার মাঝে অচেনা
তুমি প্রেমিক মনের সাধনা
F-ও...ছায়া হয়ে মায়া হয়ে রয়েছি কাছে,
খুঁজে নাও না,
M-হাত ধরে নিয়ে চল পথ চিনিনা,
পথ চিনিনা
F-তুমি ছাড়া দু'নয়নে কিছু দেখিনা,
কিছু দেখিনা.........
Follow Okul-Doriya
আপলোডঃM I Khan Media
M-তুমি হাজার নদীর মোহনা
তুমি আগুন তৃষার কামনা
F-ও..জল হয়ে ঢল হয়ে ভাসিয়ে নেবে
কথা দাওনা,
হাত ধরে নিয়ে চলো পথ চিনিনা,
পথ চিনিনা
M-তুমি ছাড়া দু'নয়নে কিছু দেখিনা
কিছু দেখিনা,
F-এই টুকু জীবনে, শয়নে স্বপনে
প্রেম ছাড়া কিছু বুঝিনা,আ.আ.আ.
M+F-হাত ধরে নিয়ে চল পথ চিনিনা,
পথ চিনিনা..
হাত ধরে নিয়ে চলো পথ চিনিনা,
পথ চিনিনা....
ধন্যবাদ