menu-iconlogo
huatong
huatong
avatar

ধোঁয়া/ইমরান

ইমরানhuatong
লিরিক্স
রেকর্ডিং
Dhoa (ধোয়া)

শিল্পী/ ইমরান

**অনলি মি ফ্যামিলি

Family I'd 2471820

কি করে বলি

কতোটা ভালবাসি আমি তোমাকে

এ দিন গুলি

কি করে থাকি বলো একা এভাবে

এ মুহূর্ত কাটে না নিঃস্ব তুমিহীনা

পেতে চাই তোমারই ছোঁয়া

ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে

খুঁজি তোমাকে

ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে

খুঁজি তোমাকে

follow me

পথে হলো দেখা সে পথেই কেনো একা

আমি দুহাতে ধরি শূন্যতা

তুমি সুধু পারো যদি ছূঁয়ে দাও আবারও

তাতে পাবে সে সব পূর্নতা

মন ক্লান্ত এ সময় অসান্ত অজানায়

পেতে চায় তোমারি ছোঁয়া

ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে

খুঁজি তোমাকে

ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে

খুঁজি তোমাকে

follow me

রাতই যদি হবে তবে আলো কে ছড়াবে

আমি দু চোখে নিয়ে অন্ধকার

তুমি সুধু পারো যদি ছুয়ে দাও আবারও

তাতে আলোকিত হবো আবার

মন ভ্রান্ত বেদনায় অচেনা ঠিকানায়

পেতে চায় তোমারই ছোয়া

ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে

খুঁজি তোমাকে

ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে

খুঁজি তোমাকে

ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে

খুঁজি তোমাকে

ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে

খুঁজি তোমাকে

==ধন্যবাদ==

ইমরান থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে