Dhoa (ধোয়া)
শিল্পী/ ইমরান
**অনলি মি ফ্যামিলি
Family I'd 2471820
কি করে বলি
কতোটা ভালবাসি আমি তোমাকে
এ দিন গুলি
কি করে থাকি বলো একা এভাবে
এ মুহূর্ত কাটে না নিঃস্ব তুমিহীনা
পেতে চাই তোমারই ছোঁয়া
ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে
খুঁজি তোমাকে
ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে
খুঁজি তোমাকে
follow me
পথে হলো দেখা সে পথেই কেনো একা
আমি দুহাতে ধরি শূন্যতা
তুমি সুধু পারো যদি ছূঁয়ে দাও আবারও
তাতে পাবে সে সব পূর্নতা
মন ক্লান্ত এ সময় অসান্ত অজানায়
পেতে চায় তোমারি ছোঁয়া
ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে
খুঁজি তোমাকে
ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে
খুঁজি তোমাকে
follow me
রাতই যদি হবে তবে আলো কে ছড়াবে
আমি দু চোখে নিয়ে অন্ধকার
তুমি সুধু পারো যদি ছুয়ে দাও আবারও
তাতে আলোকিত হবো আবার
মন ভ্রান্ত বেদনায় অচেনা ঠিকানায়
পেতে চায় তোমারই ছোয়া
ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে
খুঁজি তোমাকে
ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে
খুঁজি তোমাকে
ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে
খুঁজি তোমাকে
ধোয়া এ শহরে যাই হারিয়ে এই প্রহরে
খুঁজি তোমাকে
==ধন্যবাদ==