শিরোনাম ঃ মন খারাপের দেশে
কথা ঃ শরিফ আলদিন
সুর ঃ নাজির মাহামুদ
এ্যালবাম ঃ মন খারাপের দেশে
প্রকাশিত ঃ ১৫-০৫-২০১৭
কণ্ঠশিল্পী ঃ ইমরান মাহমুদুল
আপলোড ঃ সজীব আহমেদ
আইডি নাম্বার ঃ 133 726 177 84
—͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞—͟͞͞—͟͞͞ —͟͞͞—͟͞͞
তোর মন খারাপের দেশে, যাবো প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে, দেবো অনেক ভালোবেসে. . . . . .
ও, তোর মন খারাপের দেশে, যাবো প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে, দেবো অনেক ভালোবেসে
ডাকলে কাছে আসিস পারলে একটু হাসিস
বুকটা রাখিস পেতে, ভালোবাসা নিতে
সব অভিমান, ভেঙে দেবো, তোর কাছে এসে . .
তোর মন খারাপের দেশে, যাবো প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে দেবো অনেক ভালোবেসে
—͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞মিউজিক—͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞
না না না
না না না
না-না-না-না-না-না-না
মনগড়া অভিযোগ, জানি ভুলে যাবি তুই
কাছে এসে আলতো করে যদি তোর হাতটা ছুঁই . . .
মনগড়া অভিযোগ, জানি ভুলে যাবি তুই.
কাছে এসে আলতো করে যদি তোর হাতটা ছুঁই
সব অভিমান, ভেঙে দেবো, তোর কাছে এসে
ও তোর মন খারাপের দেশে, যাবো প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে, দেবো অনেক ভালোবেসে
না না না
না-না-না-না-না-না-না
না-না-না-না-না-না-না
—͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞মিউজিক—͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞
তোর মনের পথ ধরে, শুধু আমার চলাচল
কত ভালোবাসি তোরে তুই, কবে বুঝবি বল . . . .
ও, তোর মনের পথ ধরে, শুধু আমার চলাচল
কত ভালোবাসি তোরে তুই, কবে বুঝবি বল
সব অভিমান, ভেঙে দেবো, তোর কাছে এসে
হুম_তোর মন খারাপের দেশে, যাবো প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে, দেবো অনেক ভালোবেসে
—͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞—͟͞͞
ও, তোর মন খারাপের দেশে, যাবো প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে, দেবো অনেক ভালোবেসে
ডাকলে কাছে আসিস পারলে একটু হাসিস
বুকটা রাখিস পেতে, ভালোবাসা নিতে
সব অভিমান, ভেঙে দেবো, তোর কাছে এসে . .
তোর মন খারাপের দেশে, যাবো প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে দেবো অনেক ভালোবেসে
—͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞সমাপ্ত —͟͞͞ —͟͞͞—͟͞͞ —͟͞͞