আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
3
2
1
আমার যে দিন মরণ হবে..
আমার যে দিন, আমার যে দিন মরণ হবে
জানবে না কেহ..বন্ধু
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ আমার
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ।
আমার যে দিন মরণ হবে..
আমার যে দিন, আমার যে দিন মরণ হবে
জানবে না কেহ..বন্ধু
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ আমার
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ।
মরণ যে দিন হবে আমার..
বন্ধু বান্ধব হবে.. যে পর
মরণ যে দিন হবে..আমার......
বন্ধু বান্ধব হবে..যে পর
টাকা পয়সা সব ছাড়িবা..
টাকা পয়সা সব ছাড়িবা..
সঙ্গে যাবে না কেহ।
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ আমার
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ
আমার যে দিন মরণ হবে..
আমার যে দিন, আমার যে দিন মরণ হবে
জানবে না কেহ..বন্ধু
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ আমার
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ।
এই দুনিয়ায় আপন যারা..
সঙ্গী কেউ হবে না..তারা
এই দুনিয়ায়, আপন..যারা...
সঙ্গী কেউ হবে না তারা
যাবো চলে সব ছাড়িয়া..
যাবো চলে সব ছাড়িয়া..
মায়া, মমতা,স্নেহ।
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ আমার
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ
আমার যে দিন মরণ হবে..
আমার যে দিন, আমার যে দিন মরণ হবে
জানবে না কেহ..বন্ধু
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ আমার
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ।
বাঁশ বাগানের কোণে রেখে..
আসবে চলে একে একে..
বাঁশ বাগানের,কোণে..রেখে...
আসবে চলে একে একে
থাকবে তুমি একা শুয়ে..
থাকবে তুমি একা শুয়ে
দেখবে না কেহ বন্ধু।
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ আমার
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ।
আমার যে দিন মরণ হবে..
আমার যে দিন, আমার যে দিন মরণ হবে
জানবে না কেহ..বন্ধু
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ আমার
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ।
আমার যে দিন মরণ হবে..
আমার যে দিন, আমার যে দিন মরণ হবে
জানবে না কেহ..বন্ধু
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ আমার
শূন্য খাঁচা পড়ে রবে,পড়ে রবে দেহ আমার
শূন্য খাঁচা পড়ে রবে..পড়ে রবে দেহ....
জাযাকাল্লাহু খাইরান
আসুন,সবাই নিয়মিত পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করি।
আরো ইসলামিক গজল পেতে
আপলোড লিস্ট দেখুন।