আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
৩
২
১
তুমি এলে তাই..উঠলো হেঁসে..
চাঁদ খানি ঐ নীল.. আকাশে...।
তুমি এলে তাই..উঠলো হেঁসে..
চাঁদ খানি ঐ নীল.. আকাশে...।
তুমি এলে তাই......
তুমি.. এলে..বলে..
বেলালের সুর ভেসে যায়..,
কৃত দাসের..কন্ঠ ছোঁয়ে..
দুনিয়ায় ভরে সে.. যায়..।
তুমি.. এলে বলে..
বেলালের সুর ভেসে যায়..,
কৃত দাসের..কন্ঠ ছোঁয়ে..
দুনিয়ায় ভরে সে.. যায়..।
ভোর এসে যায়..।
তুমি এলে তাই..উঠলো হেঁসে..
চাঁদ খানি ঐ নীল.. আকাশে...।
তুমি এলে তাই..উঠলো হেঁসে..
চাঁদ খানি ঐ নীল.. আকাশে...।
তুমি.. এলে..তাই .....
তোমার নিবিড় ছোঁয়ায়..
জাহিলি আঁধার কেটে যায়..,
তোমার নিবিড় ছোঁয়ায়..
জাহিলি আঁধার কেটে যায়..।
বঞ্চিত অধিকার.. হীন..,
বঞ্চিত অধিকার.. হীন..,
আলোর. পথ খুঁজে পাই..।
তোমার আগমনে..তাই,ঢেউ নেচে যায় মোহনায়..
তোমার আগমনে তাই..ঢেউ নেচে যায় মোহনায়..
আবাল বৃদ্ধ(যুবাবকে)..
শান্তি( ধ্বনিত গীত)হয়..
তোমার আগমনে তাই..ঢেউ নেচে যায় মোহনায়..
আবাল বৃদ্ধ(যুবাবকে)..
শান্তি (ধ্বনিত গীত)হয়..,এই দুনিয়ায়..।
তুমি এলে তাই..উঠলো হেঁসে..
চাঁদ খানি ঐ নীল.. আকাশে...।
তুমি এলে তাই..উঠলো হেঁসে..
চাঁদ খানি ঐ নীল.. আকাশে...।
তুমি এলে তাই.......
জাযাকাল্লাহু খাইরান
আসুন, নিয়মিত পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করি।
আরো ইসলামিক গজল পেতে
আপলোড লিস্ট দেখুন