আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
৩
২
১
ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য
ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য
তুমি ছাড়া আর কে আছে আমার,
তুমি ছাড়া আর কে আছে আমার
এত কাছে অনন্য..
ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য,
ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য।
তোমার মত মালিক যাদের আছে,
বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে..
তোমার মত মালিক যাদের আছে,
বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে।
তুমি আছো যার, তার কাছে আর,
তুমি আছো যার, তার কাছে আর
যা কিছু সবই নগণ্য..
ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য।
ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য।
তোমার খুশি থাকে যদি পুঁজি..
কামিয়াবী আসবে আমায় খুঁজি।
তোমার খুশি থাকে যদি পুঁজি
কামিয়াবী আসবে আমায় খুঁজি।
তুমি যাকে চাও, দার খুলে দাও,
তুমি যাকে চাও, দার খুলে দাও,
বাগিচা বনে অরণ্য
ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য,
ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য।
তুমি ছারা আর কে আছে আমার,
তুমি ছারা আর কে আছে আমার
এতো কাছে অনন্য..
ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য,
ধন্য আমি ধন্য শুধু তোমার জন্য
ধন্য আমি ধন্য শুধু তোমার জন্য।
জাযাকাল্লাহু খাইরান
আসুন,সবাই নিয়মিত পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করি।
আরো ইসলামিক গজল পেতে
আপলোড লিস্ট দেখুন