নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
ঐ নামে সুর ধরিয়া
পাখী যায় গান করিয়া...
ঐ নামে সুর ধরিয়া
পাখী যায় গান করিয়া...
ঐ নামে মজনু হইলো,
ঐ নামে মজনু হইলো, মওলা আমার কাদের গনি।
ঐ নামে মজনু হইলো, মওলা আমার কাদের গনি।
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
ঐ নামে মধু মাখা
ঐ নামে যাদু রাখা..
ঐ নামে মধু মাখা
ঐ নামে যাদু রাখা..
ঐ নামে আকুল হয়ে
ঐ নামে আকুল হয়ে,ফুল ফোঁটে সোনার বরণে..
ঐ নামে আকুল হয়ে,ফুল ফোঁটে সোনার বরণে..
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নিদানে আখেরাতে
ত্বরাইতে পুল সিরাতে...
নিদানে আখেরাতে..
ত্বরাইতে পুল সিরাতে...
কান্ডারী হইয়া নবী
কান্ডারী হইয়া নবী পার করিবেন সেই তরণী।
কান্ডারী হইয়া নবী পার করিবেন সেই তরণী।
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।