আল্লাহ তোমার এই ধরার মাঝে
upload mk Ridoy SSBV
choice Soniya SSBV
1
2
3
আল্লাহ তোমার এই ধরার মাঝে,
কত জানা অজানা সৃষ্টি আছে
আল্লাহ তোমার এই ধরার মাঝে,
কত জানা অজানা সৃষ্টি আছে
কেউ নেই তোমার ওই নাম জপেনা,
তোমার নামের তসবিহ জপেনা
তোমার নামের তসবিহ জপেনা
আল্লাহ তোমার এই ধরার মাঝে,
কত জানা অজানা সৃষ্টি আছে
কেউ নেই তোমার ওই নাম জপেনা,
তোমার নামের তসবিহ জপেনা
তোমার নামের তসবিহ জপেনা
সাগরের লুনা জলে রথের তলে
বৈচিত্রর কতো প্রানিরা চলে
সাগরের লুনা জলে রথের তলে
বৈচিত্রর কতো প্রানিরা চলে
তারাও তোমার নামের গায় সদা গান
কেউ নেই তোমার হুকুম মানে না
তোমার নামের তসবিহ জপেনা
তোমার নামের তসবিহ জপেনা
আল্লাহ তোমার এই ধরার মাঝে,
কত জানা অজানা সৃষ্টি আছে
কেউ নেই তোমার ওই নাম জপেনা,
তোমার নামের তসবিহ জপেনা
তোমার নামের তসবিহ জপেনা
চাঁদ তাঁরা সূর্য ঐ আকাশে…
ছুটে চলে সমীরণ মেঘের আভাসে…
চাঁদ তাঁরা সূর্য ঐ আকাশে…
ছুটে চলে সমীরণ মেঘের আভাসে…
মৃদু রবে তারা সবে ও নাম জপে….
কেউ নেই তোমার ইশারায় চলে না….
তোমার নামের তসবিহ জপেনা
তোমার নামের তসবিহ জপেনা
আল্লাহ তোমার এই ধরার মাঝে,
কত জানা অজানা সৃষ্টি আছে
কেউ নেই তোমার ওই নাম জপেনা,
তোমার নামের তসবিহ জপেনা
তোমার নামের তসবিহ জপেনা
আল্লাহ তোমার এই ধরার মাঝে,
কত জানা অজানা সৃষ্টি আছে
কেউ নেই তোমার ওই নাম জপেনা,
তোমার নামের তসবিহ জপেনা
তোমার নামের তসবিহ জপেনা
আল্লাহ হাফেজ ,,
ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন
এবং সবাই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবেন