++ইউনিক ফ্যামেলি++
মেয়েঃথাকো যদি কাছা কাছি
মনে হয় বেঁচে আছি
তুমি ছাড়া এলোমেলো পৃথিবী আমার
এই মনটা যে তোমার
এই মনটা যে তোমার
ছেলেঃ থাকো যদি কাছা কাছি
মনে হয় বেঁচে আছি
তুমি ছাড়া এলোমেলো পৃথিবী আমার
এই মনটা যে তোমার
এই মনটা যে তোমার
আপলোড যুবরাজ
মেয়েঃ দিন ফুরাল একা থাকার
সময় এলো স্বপ্ন দেখার
ছেলেঃ দিন ফুরালো একা থাকার
সময় এলো স্বপ্ন দেখার
মেয়েঃ জীবন এখন বাগান যেমন
ফুলে সাজাবার
ছেলেঃ এই মনটা যে তোমার
এই মনটা যে তোমার
মেয়েঃ থাকো যদি কাছাকাছি
মনে হয় বেঁচে আছি
তুমি ছাড়া এলোমেলো পৃথিবী আমার
এই মনটা যে তোমার
এই মনটা যে তোমার
ছেলেঃ থাকো যদি কাছা কাছি
মনে হয় বেঁচে আছি
তুমি ছাড়া এলোমেলো পৃথিবী আমার
এই মনটা যে তোমার
এই মনটা যে তোমার
পছন্দ যুবরাজ
ছেলেঃ বাচেনা মানুষ হাজার বছর
তবুও এ প্রেম হবে অমর
মেয়েঃ বাচেনা মানুষ হাজার বছর
তবুও এ প্রেম হবে অমর
ছেলেঃ ফাগুন শ্রাবণ সারা লগন
হবে অভিসার
মেয়েঃ এই মনটা তো তোমার
এই মনটা যে তোমার
ছেলেঃ থাকো যদি কাছাকাছি
মনে হয় বেঁচে আছি
তুমি ছাড়া এলোমেলো পৃথিবী আমার
এই মনটা যে তোমার
এই মনটা যে তোমার
মেয়েঃ থাকো যদি কাছাকাছি
মনে হয় বেঁচে আছি
তুমি ছাড়া এলোমেলো পৃথিবী আমার
এই মনটা যে তোমার
এই মনটা তো তোমার
+++ধন্যবাদ++++