***আপলোড যুবরাজ***
**অরিজিনাল মিউজিক**
ছেলে:যার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
যার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
তুমি ভালো থেকো
তুমি সুখে থেকো
এই শুভকামনা আমার,,,
যার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
যার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
****আপলোড যুবরাজ***
মেয়ে:এই মনে কি জ্বালা কেউ জানেনা
দুচোখে শ্রাবণধারা কেউ দেখেনা
ছেলে ও মনো নিয়ে যে খেলা খেলেছো তুমি
সে খেলায় পরাজয় মেনেছি আমি
মেয়ে:দিওনা অভিযোগ করে যাই অনুরোধ
এই ছিলো ভাগ্যে আমার,,,,,
ছেলে:যার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
যার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
****পছন্দ যুবরাজ****
ছেলে:ভালোবেসে ঘর বাঁধা আর হলোনা
এ জীবন পেলো শুধু মিছে ছলনা
মেয়ে:এ হদয়ে একজনি ছিলো এতদিন
সেই আছে থাকবে সে জানি চিরদিন
ছেলে: ভেঙ্গে গেছে অন্তর ভেঙেছে খেলাঘর
স্বপ্ন ভেঙেছে আমার,,,,,
ছেলে: যার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
যার মনে ছিলে তুমি একদিন
আজ তুমি নেই জানি তার
মেয়ে:যখনি তোমাকে দেখেছি দু চোখে
যখনি তোমাকে দেখেছি দু চোখে
সারাবেলা সারা সন্ধ্যা সকাল
যখনি তোমাকে দেখেছি দু চোখে
কি যে হলো এ বুকে
যখনি তোমাকে দেখেছি দু চোখে
কি যে হলো এ বুকে
সারাবেলা সারা সন্ধ্যা সকাল
মনে পড়ে তোমাকে
মনে পড়ে তোমাকে
****ধন্যবাদ***