ছেলেঃ তোমায় আমি যাব ভালবাসিয়া,বাসিয়া
তোমায় আমি যাব ভালবাসিয়া
===============
আমার ভিতর তুমি
তোমার ভিতর আমি
আমার ভিতর তুমি
তোমার ভিতর আমি
জনমও জনমও আছি মিশিয়া, মিশিয়া
তোমায় আমি যাব ভালবাসিয়া,বাসিয়া
তোমায় আমি যাব ভালবাসিয়া
মেয়েঃ আমার ভিতর তুমি
তোমার ভিতর আমি
জনমও জনমও আছি মিশিয়া,মিশিয়া
তোমায় আমি যাব ভালবাসিয়া,বাসিয়া
তোমায় আমি যাব ভালবাসিয়া
-==আপলোড বাই মজিবুর==-
ছেলেঃ প্রাণের ভিতর প্রাণ হইলারে
হইলা জিবন মরণ
দুঃখ কষ্ট আসুক যতই
করবো সবি বরণ
===============
মেয়েঃ হোও--প্রাণের ভিতর প্রাণ হইলারে
হইলা জিবন মরণ--
দুঃখ কষ্ট আসুক যতই
করবো সবি বরণ
ছেলেঃ আমি স্বর্গ পেলাম তোমার কাছে আসিয়া,আসিয়া
তোমায় আমি যাব ভালবাসিয়া,বাসিয়া
তোমায় আমি যাব ভালবাসিয়া
-==আপলোড বাই মজিবুর==-
মেয়েঃ যখন তুমি দেখবে স্বপন
স্বপ্নে দেবো উকি
আমার মত এই দুনিয়ায়
আর কে বলো সুখী
===============
ছেলেঃ হোও--যখন তুমি দেখবে স্বপন
স্বপ্নে দেবো উকি
আমার মত এই দুনিয়ায়
আর কে বলো সুখী
মেয়েঃ যাব প্রেম নদীতে দুজন দূরে ভাসিয়া,ভাসিয়া
তোমায় আমি যাব ভালবাসিয়া,বাসিয়া
তোমায় আমি যাব ভালবাসিয়া
ছেলেঃ আমার ভিতর তুমি
তোমার ভিতর আমি
মেয়েঃ আমার ভিতর তুমি
তোমার ভিতর আমি
ছেলেঃ জনমও জনমও আছি মিশিয়া,মিশিয়া
মেয়েঃ তোমায় আমি যাব ভালবাসিয়া,বাসিয়া
ছেলেঃ তোমায় আমি যাব ভালবাসিয়া
====ধন্যবাদ====