মেয়েঃ আমি খুঁজে পেয়েছি তোমারে
তুমি বাঁধনা আমায় বাহুডোরে
ছেলেঃ আমি খুঁজে পেয়েছি তোমারে
তুমি বাঁধনা আমায় বাহুডোরে
ছেলে/মেয়েঃ আমি খুঁজে পেয়েছি তোমারে
মেয়েঃ কাঞ্চন নগর ছেড়ে এসেছি,,
হৃদয় চিড়ে তোমার ছবি এঁকেছি,,
ছেলেঃ উজানি নগর ছেড়ে এসেছি,,
শুধু তোমার প্রেমে পাগল হয়েছি
মেয়েঃ কাঞ্চন নগর ছেড়ে এসেছি,,
হৃদয় চিড়ে তোমার ছবি এঁকেছি,,
ছেলেঃ উজানি নগর ছেড়ে এসেছি,,
শুধু তোমার প্রেমে পাগল হয়েছি,,
মেয়েঃ শত বাঁধা এলে,,
ছেলেঃ নেবো বুকে তুলে,,
ছেলে/মেয়েঃ বাঁধাবো যে ঘর প্রেম নগরে
মেয়েঃ আমি খুঁজে পেয়েছি তোমারে
ছেলেঃ তুমি বাঁধনা আমায় বাহুডোরে
ছেলে/মেয়েঃ আমি খুঁজে পেয়েছি তোমারে
ছেলেঃ তুমি প্রেমের ঝর্ণা ধারা,,
তোমায় পেয়ে আমি দিশা হারা,,
মেয়েঃ আছো মনের আকাশ জুড়ে,,
দেখি চেয়ে তোমায় নয়ন ভরে,,
ছেলেঃ তুমি প্রেমের ঝর্ণা ধারা,,
তোমায় পেয়ে আমি দিশা হারা,,
মেয়েঃ আছো মনের আকাশ জুড়ে,,
দেখি চেয়ে তোমায় নয়ন ভরে,,
ছেলেঃ মধু ফাগুনেতে,,
মেয়েঃ মিলে দুজনাতে,,
ছেলে/মেয়েঃ ভাসবো মোরা প্রেম সাগরে,,
মেয়েঃ আমি খুঁজে পেয়েছি তোমারে,,
তুমি বাঁধনা আমায় বাহুডোরে
ছেলেঃ আমি খুঁজে পেয়েছি তোমারে
তুমি বাঁধনা আমায় বাহুডোরে
ছেলে/মেয়েঃ আমি খুঁজে পেয়েছি তোমারে