বুকেরই ভিতরে, রাখিবো তোমারে
আমারও পরান করিয়া
বন্ধু, জনমো জনম ধরিয়া..
বুকেরই ভিতরে, রাখিবো তোমারে
আমারও পরান করিয়া
বন্ধু, জনমো জনম ধরিয়া..
ভাসিলে ভাসিবো...
ভাসিলে ভাসিবো
ডুবিলে ডুবিবো
জীবনো ফুল যাক ঝরিয়া
বন্ধু, তুমি যে আশার দড়িয়া
ভাসিলে ভাসিবো
ডুবিলে ডুবিবো
জীবনো ফুল যাক ঝরিয়া
বন্ধু, তুমি যে আশার দড়িয়া
বুকেরই ভিতরে, রাখিবো তোমারে
আমারও পরান করিয়া
বন্ধু, জনমো জনম ধরিয়া..
এপারে থাকিবো....
এপারে থাকিবো
ওপারে থাকিবো
যাবোনা দূরে সরিয়া
বন্ধু,পর জনমেও মরিয়া
এপারে থাকিবো
ওপারে থাকিবো
যাবোনা দূরে সরিয়া
বন্ধু,পর জনমেও মরিয়া
বুকেরই ভিতরে, রাখিবো তোমারে
আমারও পরান করিয়া,
বন্ধু, জনমো জনম ধরিয়া
বুকেরই ভিতরে, রাখিবো তোমারে
আমারও পরান করিয়া,
বন্ধু, জনমো জনম ধরিয়া