গান-এসোনা বাচি একসাথে দুজন
শিল্পী -এস আই টুটুল
এসো না বাচি একসাথে দুজন-
জানো তুমি আমার কত না আপন--
এসো না বাচি একসাথে দুজন
জানো তুমি আমার কত যে আপন
তুমি আছো অন্তরে
আছো প্রানের ভিতরে
থাকব একা কি করে
তূমি ছাড়া বাচেনা জীবন
এসো না বাচি একসাথে দুজন
জানো তুমি আমার কতো যে আপন
মিউজিক ফলো করুন
আপলোড বাই সাঈদ
ভালোবাসি কতো জানে আমার মন
তোমার জন্য মরবো যদি চাও এখন-
____Music__
ওও ভালোবাসি কতো জানে আমার মন
তোমার জন্য মরবো যদি চাও এখন
যতদিন যতক্ষণ আছে নিশ্বাস
তুমি আমার ততক্ষন করি বিশ্বাস
তুমি আছো অন্তরে
আছো প্রানের ভিতরে
থাকব একা কি করে?
তুমি ছাড়া বাচেনা জীবন
মিউজিক ফলো করুন
আপলোড বাই সাঈদ
তুমি দিনের শুরু তুমি আমার রাত
তোমার জন্য সইবো হাজারও আঘাত
____music__
ওও তুমি দিনের শুরু তুমি আমার রাত
তোমার জন্য সইবো হাজারও আঘাত
তুমি যে সুখেরই পৃথিবী আমার
যেনে রেখো কেউ নেই সেখানে আর
তুমি আছো অন্তরে
আছো প্রানের ভিতরে
থাকব একা কি করে?
তুমি ছাড়া বাচেনা জীবন
এসো না বাচি একসাথে দুজন
জানো তুমি আমার কত না আপন
এসো না বাচি একসাথে দুজন
জানো তুমি আমার কত যে আপন
তুমি আছো অন্তরে
আছো প্রানের ভিতরে
থাকব একা কি করে?
তুমি ছাড়া বাচেনা জীবন--
ধন্যবাদ সবাইকে ?