গান _তুমি পৃথিবী আমার
শিল্পী =এস আই টুটুল
আপলোড = সাঈদ
তুমি পৃথিবী আমার
তুমি মাধবী আমার
তুমি সুরভী আমার ভালবাসার
তুমি সন্ধ্যা চাঁদ আমার
তুমি স্বপ্ন রাত আমার
তুমি সাঁঝ প্রভাত আমার ভালবাসার
দেবে কি তুমি আজ সাড়া
বাঁচেনা প্রাণ তুমি ছাড়া
দেবেকি তুমি আজ সাড়া
বাঁচেনা প্রাণ তুমি ছাড়া
ভালবাসাতে ভালবাসাতে কাঁছে ডাকি স্বজনী
ফিরে পাব কী ফিরে পাব কী এ হৃদয়ে স্বজনী
মিউজিক আপলোড হচ্ছে
অপেক্ষা করুন
হো হো হো হো
হো হো হো হো.......
মেঘে মেঘে ঢেকে গেছে আজ নীল আঁকাশ
কালো আঁধারে ডুবে গেছে চারিপাশ
এ যেন বেঁচে থেকে মরা
এ দেহে নেই নিশ্বাস
দেবে কি তুমি আজ সাড়া
বাঁচেনা প্রাণ তুমি ছাড়া
দেবে কি তুমি আজ সাড়া
বাঁচেনা প্রাণ তুমি ছাড়া
ভালবাসাতে ভালবাসাতে কাছে ডাকি স্বজনী
ফিরে পাব কী ফিরে পাব কী এ হৃদয়ে স্বজনী
হো হো হো হো
হো হো হো হো.....
মিউজিক আপলোড হচ্ছে
অপেক্ষা করুন
একা একা তুমি ছারা মন অসহায়
এই শ্রাবণে ভিজি শুধু বেদনায়
তুমি ও আসবে ফিরে জানি
মনেরি এই বিশ্বাস
দেবে তুমি আজ সাড়া
বাঁচেনা প্রাণ তুমি ছাড়া
তুমি পৃথিবী আমার
তুমি মাধবী আমার
তুমি সুরভী আমার ভালবাসার
তুমি সন্ধ্যা চাঁদ আমার
তুমি স্বপ্ন রাত আমার
তুমি সাঁঝ প্রভাত আমার ভালবাসার
দেবে কি তুমি আজ সারা
বাঁচেনা প্রান তুমি ছাড়া
হো ও দেবে কি তুমি আজ সারা
বাঁচেণা প্রান তুমি ছাড়া
ভালবাসাতে ভালবাসাতে কাঁছে ডাকি স্বজনী
ফিরে পাব কী ফিরে পাব কী এ হৃদয়ে স্বজনী
ভালবাসাতে ভালবাসাতে কাঁছে ডাকি স্বজনী
ফিরে পাব কী ফিরে পাব কী এ হৃদয়ে স্বজনী
ভালবাসাতে ভালবাসাতে কাঁছে ডাকি স্বজনী
ফিরে পাব কী ফিরে পাব কী এ হৃদয়ে স্বজনী
ধন্যবাদ