?
========
মন কোকিলা ডাক দিয়াছে
বুকের ভিতরে
রইতে আমি পারি না তো
ঘরের ভিতরে
মন কোকিলা ডাক দিয়াছে
বুকের ভিতরে
রইতে আমি পারিনা তো
ঘরের ভিতরে
ও,,,, ও,,,ও,,,আমায় পাগল করেছে
ও,,,,ও,,,ও,,,আমায় উদাস করেছে
মন কোকিলা ডাক দিয়াছে
বুকের ভিতরে
রইতে আমি পারি না তো
ঘরের ভিতর
ও,,,ও,,ও,,আমায় পাগল করেছে
ও,,ও,,,ও, আমায় উদাস করেছে
<<<<<<<<<
=======
>>>>>>>>>
ভ্রমরে যখন ফুলে বইসা,,, ও,,ও,,ও,,
কোমরে যখন শোলে বইসা করে আলিঙ্গন
চাইয়া দেখি নাইরে কাছে আমারও সজন
====≠
ভ্রমরে যখন ফুলে বইসা করে আলিঙ্গন
চাইয়া দেখি নাইরে পাশে আমারও সজন
এবার যাবো বন্ধুর ঘরে
খবর এসেছে
এবার যাবো বন্ধুর ঘরে
খবর এসেছে
ও,,, ও,,ও,,আমায় পাগল করেছে
ও,,ও,,ও,,আমায় উদাস করেছে
<<<<<<<<<
========
>>>>>>>>
বন্ধু আমার শীতের কাঁথা,ও,,ও,,ও,,,
বন্ধু আমার শীতের কাথা
গায়ের ও চাদর কোলেতে বসাইযা
তারে করিতাম আদর
=========
বন্ধু আমার শীতের কাথা
গায়ের ও চাদর কোলেতে বসাইয়া
তারে করিতাম আদর
এবার পামু আপন কইরা
বাতাস বলেছে
এবার পামু আপন কইরা
বাতাস বলেছে
ও,,ও৷ ও৷ আমায় পাগল করেছে
ও,,ও,,ও,,আমায় উদাস করেছে
মন কোকিলা ডাক দিয়াছে
বুকের ভিতরে
রইতে আমি পারি না তো
ঘরের ভিতরে
মন কোকিলা ডাক দিয়াছে
বুকের ভিতরে
রইতে আমি পারি না তো
ঘরের ভিতরে
ও,,ও৷ ও,,আমায় পাগল করেছে
ও,,ও,,ও,,আমায় উদাস করেছে