[F] আ আ আহা~আহা হা হা
আ আহা হা হা~~
-=শিল্পী:-কনকচাপা ও এন্ড্রো কিশোর=-
-=ফেমেলি:- SRF & RMP=-
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
ছোট্ট একটা দ্বীপ
চতুর দিকে পানি~
জন মানব কোথাও কেউতো নাই~
[M] ছোট্ট একটা দ্বীপ
চতুর দিকে পানি~
জন মানব কোথাও কেউতো নাই~
[F] এই নদীতে তোমায় নিয়ে
গড়বো প্রেমের ঘর~
থাকবো, সারা জীবন ভর
কভু, হবো না তো পর~
[M] ছোট্ট একটা দ্বীপ
চতুর দিকে পানি
জন মানব কোথাও কেউতো নাই~~
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[F] তোমায় কত ভালবাসি
হিসাব নাই যে তার~
জন্ম নেবো তোমার জন্য
আরো লক্ষ বার~~
===============
[M] তোমায় কত ভালবাসি
হিসাব নাই যে তার~
জন্ম নেবো তোমার জন্য
আরো লক্ষ বার~
[F] এই দু,টি হাত ধরে তোমার
ঘর ছেড়েছি তাই আমার~
আপন কেউ তো নাই আমি
তোমায় শুধু চাই~
[M] ছোট্ট একটা দ্বীপ
চতুর দিকে পানি~
জন মানব কোথাও কেউতো নাই~
[F] এই নদীতে তোমায় নিয়ে
গড়বো প্রেমের ঘর
থাকবো, সারা জীবন ভর~
কভু, হবো না তো পর~
[M] ছোট্ট একটা দ্বীপ
চতুর দিকে পানি
জন মানব কোথাও কেউ তো নাই~~
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[F] তুমি ছাড়া মরে যাবো
বলে আমার মন
তুমি আছো আছি বেঁচে আমি ততক্ষন~~
==============
[M] তুমি ছাড়া মরে যাবো
বলে আমার মন
তুমি আছো আছি বেঁচে, আমি ততক্ষন~
[F] এই জীবনে তুমি ছাড়া
কিছুই নাহি চাই
গানে, গানে বলে যাই~
তুমি মনে রেখো তাই~
ছোট্ট একটা দ্বীপ
চতুর দিকে পানি
জন মানব কোথাও কেউতো নাই~
[M] ছোট্ট একটা দ্বীপ
চতুর দিকে পানি
জন মানব কোথাও কেউতো নাই~
[F] এই নদীতে তোমায় নিয়ে
গড়বো প্রেমের ঘর
থাকবো, সারা জীবন ভর~
কভু, হবো না তো পর~
[M] ছোট্ট একটা দ্বীপ
চতুর দিকে পানি
জন মানব কোথাও কেউতো নাই~~
-=ধন্যবাদ সবাইকে=-